4th July, 2025

বর্ষায় ছাতা মাস্ট, কী দেখে কিনলে টিকবে বেশিদিন?

TV9 Bangla 

Credit - Getty Images

বর্ষাকালে ছাতা ছাড়া এক পা বাড়ির বাইরে বেরোনো যায় না। দূরে কোথাও গেলে বর্ষাতি পরা শ্রেয়। কাছেপিঠে যাওয়ার জন্য ছাতাই অনেকের ভরসা।

সবাই বর্ষাতি পরেন না, ছাতাই বেশি ব্যবহার করেন। এ বার প্রশ্ন হল কী দেখে কিনলে, আপনার ছাতা বেশিদিন টিকবে?

বাজারে নানা ধরনের ছাতা পাওয়া যায়। তবে টেকসই ছাতা চাইলে স্টাইলের দিকে ঝুঁকে যাওয়া ভালো নয়। সবচেয়ে ভালো জন্স ছাতা। যাকে বলা হয় দাদুর ছাতা। লম্বা ও কাঠের হাতল দেওয়া এই ছাতা।

গল্ফ ছাতাও অত্যন্ত বড়। অনেকটা জায়গা ঢেকে যায় এই ছাতাতে। বেশি হাওয়াতে উল্টে যাবে না। এই ছাতা নানা রংয়ের পাওয়া যায়।

বেশিরভাগ লোকজন থ্রি ফোল্ড ছাতা ব্যবহার করেন। তিন ভাগে বন্ধ হয়ে খুব ছোট হয়ে যায়। নানা রং ও প্রিন্টের এটি পাওয়া যায়। এগুলো কমদামি ও ব্র্যান্ডেড দুটোই পাওয়া যায়। নামি কোম্পানির ছাতা কিনলে বেশিদিন টিকবে।

ট্রান্সপারেন্ট ছাতা আজকাল অনেকেই কেনেন। যদিও এগুলোর মেটিরিয়াল খুব শক্ত হয় না। ফলে সহজেই ছিঁড়ে যেতে পারে।

অনেকে মাল্টিকালার ছাতা ব্যবহার করেন। এগুলো বেশ বড় হয়। পাশাপাশি হাতলও বড় হয়। এক ছাতার তলায় আরামে দু'জন চলে আসবেন।

ছাতার উপাদান যদি পলিয়েস্টার বা নাইলন কাপড়ের হয় এবং জলরোধী ও নমনীয় হয়, তা হলে সেই ছাতা সবচেয়ে ভালো। কম দামি ছাতার উপাদান সবসময় মজবুত হয় না। তাই ছাতার উপাদান দেখে নেওয়া অত্যন্ত জরুরি।