puja

24th January, 2025

মৌনী অমবস্যায় বিরল 'ত্রিবেণী যোগ'এ এই ৪ রাশির ব্যক্তিদের ভাগ্য খুলবে

Credit - Canva, PTI

TV9 Bangla

image
২০২৫ সালের ২৯ জানুয়ারি মৌনী অমবস্যা। মহাকুম্ভের মাঝে মৌনী অমবস্যায় এক বিশেষ সংযোগ তৈরি হতে চলেছে।

২০২৫ সালের ২৯ জানুয়ারি মৌনী অমবস্যা। প্রয়াগরাজে চলতি মহাকুম্ভের মাঝে মৌনী অমবস্যায় এক বিশেষ সংযোগ তৈরি হতে চলেছে।

দীর্ঘ ৫০ বছর পর মৌনী অমবস্যার দিন ত্রিবেণী যোগ তৈরি হবে। এ সময় সূর্য, চন্দ্র, বুধ মকর রাশিতে মিলে ত্রিগহী এবং ত্রিবেণী যোগ গঠন করবে।

দীর্ঘ ৫০ বছর পর মৌনী অমবস্যার দিন ত্রিবেণী যোগ তৈরি হবে। এ সময় সূর্য, চন্দ্র, বুধ মকর রাশিতে মিলে ত্রিগহী এবং ত্রিবেণী যোগ গঠন করবে।

এই বিরল যোগের কারণে ৪ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরবে। সেই ৪ রাশির ব্যক্তিদের ধন-সম্পদ লাভ হবে।

এই বিরল যোগের কারণে ৪ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরবে। সেই ৪ রাশির ব্যক্তিদের ধন-সম্পদ লাভ হবে।

মকর রাশির জাতক জাতিকাদের জন্য ত্রিবেণী যোগ উপকারী হতে পারে। চাকরিতে পদোন্নতির সম্ভবনা রয়েছে। নতুন উৎস থেকে অর্থ লাভের সম্ভবনা তৈরি হবে।

মৌনী অমবস্যায় তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। মানসিক চাপ কমবে। ব্যবসায় বিনিয়োগ করলে ভালো ফল মিলবে।

বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই ত্রিবেণী যোগ খুব ভালো। কর্মক্ষেত্রে উন্নতি, অর্থপ্রাপ্তি, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হতে পারে।

মৌনী অমবস্যায় কর্কট রাশির ব্যক্তিদের জীবনে পরিবর্তন আসবে। নতুন কাজ শুরু করতে চাইলে এটা ভালো সময়। প্রতি ক্ষেত্রেই সফলতা ধরা দিতে পারে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র তথ্য থেকে প্রাপ্ত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।