1st March, 2025

এই তিন রাশির হাতে আগামী ৩ মাসে ঢুকবে গোছা গোছা টাকা, দূরে পালাবে শত্রুরা

TV9 Bangla

Credit - Canva, Pinterest 

ক্যালেন্ডার বলছে আজ ১ মার্চ। নতুন অর্থবর্ষ একটা মাস পরই শুরু হবে। তার আগে আপাতত এই মার্চে ২০২৪ (মার্চ)-২০২৫ (মার্চ) অবধি আর্থিক হিসেব নিকেশ হবে।

এই পরিস্থিতিতে জানেন কোন রাশির জাতক-জাতিকারা হবেন আর্থিকভাবে লাভবান? জ্যোতিষশাস্ত্র এক্ষেত্রে বলছে তিনটি রাশির কথা।

আগামী তিন মাসে ৩টি রাশির জাতক-জাতিকাদের হবে টাকার বৃষ্টি। প্রথমেই বলতে হচ্ছে মেষ রাশির কথা। এ বছর মেষ রাশির জাতক জাতিকারা আর্থিক সাফল্য পাবেন। সম্পদ লাভ হবে।

মেষের পাশাপাশি যে রাশির ব্যক্তিদের এই মার্চের পর কপাল খুলবে তা হল বৃষ। ২০২৫ সালে বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক স্থিতিশীলতা হবে।

মেষ ও বৃষের পাশাপাশি মিথুন রাশির জাতক জাতিকাদের এ বছর আর্থিক উন্নতি হবে। এই রাশির ব্যক্তিদের কেরিয়ারে অগ্রগতি হবে। অপ্রত্যাশিত সম্পদ লাভও হবে।

গ্রহ-নক্ষত্র কখনও স্থির থাকে না। ফলে এই সময় মেষ, বৃষ ও মিথুন রাশির জাতক-জাতিকাদের লক্ষ্মীপুজোয় মন দেওয়া উচিত।

হাতে অর্থ আসা মানেই যেখানে ইচ্ছে ব্যয় নয়। একটু হিসেব কষে খরচ করতে হবে। না হলে টাকা যেমন আসবে, তেমনই দ্রুত বেরিয়েও যেতে পারে।

 বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।