21st December, 2024

রূপের ছটায় একে অপরকে দেন গোল, সারা নাকি মনু কে বেশি ধনী?

Credit - Sara and Manu Instagram

TV9 Bangla

সারা তেন্ডুলকরকে নিয়ে তাঁর অনুরাগীদের জানার আগ্রহের অন্ত নেই।  ভারতের কিংবদন্তি সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর। তিনি মডেলিং দুনিয়ায় হাত পাকাচ্ছেন।

সম্প্রতি ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছেন মনু ভাকেরও। তিনি শুটার। প্যারিস অলিম্পিকে জোড়া ব্রোঞ্জ পেয়েছেন তিনি।

সারা ও মনুকে নিয়ে হঠাৎ আলোচনা কেন? আসলে এই দু'জনই সৌন্দর্যের দিক থেকে একে অপরকে গোল দিচ্ছেন। হুঁ হুঁ করে দু'জনের ফ্যানের সংখ্যাও বাড়ছে।

ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের বড় মেয়ে সারা তেন্ডুলকরের বয়স ২৭। তিনি ভারতীয় শুটার মনু ভাকেরের থেকে বয়সে বড়।  

দেশের তরুণ শুটার মনু ভাকেরের বয়স মাত্র ২২। এই বয়সেই তিনি গ্রেটেস্ট শো অন দ্য আর্থে শুটিং থেকে দেশকে জোড়া ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন।

সারা তেন্ডুলকর ও মনু ভাকেরের মোট সম্পত্তির বিরাট পার্থক্য রয়েছে। এখানে এগিয়ে কে সচিনকন্যা নাকি মনু?

মিডিয়া রিপোর্ট অনুসারে সচিন তেন্ডুলকরের বড় মেয়ে সারা তেন্ডুলকরের সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকা।

মিডিয়া রিপোর্ট অনুসারে ভারতের ২২ বছরের শুটার মনু ভাকেরের সম্পত্তির পরিমাণ ১২ কোটি টাকা। অর্থাৎ তা সারার থেকে ১১ কোটি বেশি।