4 FEB 2025

রেলওয়ে নয় ভারতের সব ট্রেনের আসল মালিক কে জানেন?

credit:Getty Images

TV9 Bangla

ভারতীয় রেলকে ভারতের যোগাযোগ ব্যবস্থার লাইফ লাইন বললেও ভুল বলা হয় না। কম খরচে দ্রুত এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে রেলের চেয়ে ভাল আর কিছু হয় না।

প্রতিদিন লোকাল এবং এক্সপ্রেস ট্রেন মিলিয়ে লাখ লাখ মানুষ যাতায়াত করেন ভারতীয় রেলে। কিন্তু প্রশ্ন হলযে ট্রেনে করে আপনি প্রতিদিন যাতায়াত করেন, তাঁর আসল মালিককে জানেন?

উঁহুঁঃ ভারতীয় রেলওয়ে কিন্তু ট্রেনের মালিক নয়। ভারতীয় রেলওয়ে কেবল একটি সংবিধিবদ্ধ সংস্থা মাত্র। কার্যনির্বাহী সংস্থা। তাহলে আসল মালিক কে জানেন?

ভারতে যে সব ট্রেন প্রতিদিন চলে তার আসল মালিক কিন্তু হল ভারত সরকার। ভারতের রেল এবং রেলের সব সম্পত্তির একমাত্র মালিক হল ভারত সরকার।

ভারত সরকার ভারতীয় রেলওয়ের মালিক। রেলওয়ে মন্ত্রণালয় রাষ্ট্রীয় মালিকানাধীন এন্টারপ্রাইজের তত্ত্বাবধান করে মাত্র। ভারতীয় রেল পরিচালনার দায়িত্ব রেলওয়ে মন্ত্রণালয়ের।

রেলওয়ে বোর্ড ভারতীয় রেলের সামগ্রিক ব্যবস্থাপনার পুরো বিষয়টির দায়িত্ব সামলায়। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান রেলপথ মন্ত্রণালয়কে রিপোর্ট করে।

ভারতীয় রেল সংসদের সংবিধিবদ্ধ একটি সংস্থা। সহজে সুষ্ঠভাবে রেলওয়ের কাজ পরিচালনা করার জন্য গোটা রেলকে মোট ১৯টি জোনে ভাগ করা হয়েছে। প্রত্যেকে জনের একজন করে জেনারেল ম্যানেজার আছেন।

প্রত্যেক রেলওয়ে বোর্ডে একজন করে চেয়ারম্যান থাকেন। সেই বোর্ডে চেয়ারম্যান ছাড়াও থাকেন ৪ জন বোর্ড মেম্বার এবং ৪ জন ডাইরেক্টর জেনারেলস।