এ বছর প্রয়াগরাজে আয়োজিত হতে চলেছে মহাকুম্ভ উৎসব। এই উৎসব ১৩ জানুয়ারি থেকে শুরু হবে। যা চলবে ২৬ ফেব্রুয়ারি অবধি।
দীর্ঘ ১২ বছর পর মহাকুম্ভের আয়োজন করা হচ্ছে। মহাকুম্ভ সঙ্গমে স্নান করতে আসেন প্রচুর ভক্ত। এই স্থানেই একসঙ্গে মিলিত হয়েছে গঙ্গা, যমুনা এবং সরস্বতী।
মহাকুম্ভে প্রথম রাজকীয় স্নান করেন কে জানেন? যাকে 'শাহী স্নান'-ও বলা হয়। রাজকীয় স্নানের জন্য পঞ্জিকা অনুযায়ী তারিখ নির্ধারণ করা হয়।
নির্দিষ্ট তিথিতে সাধু-সন্তরা এই কর্মকাণ্ডে যোগ দেন। সেখানে তাঁরা স্নান সারেন। মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমের তীরে 'রাজকীয় স্নান' করা হয়।
ধর্মীয় বিশ্বাস অনুসারে, কুম্ভস্নানের দিন ব্রহ্ম মুহুর্তে দেব-দেবীরা স্নান করেন সেখানে। দেবতাদের স্নানের পরে সেখানে সাধুরা রাজকীয় স্নানের জন্য পৌঁছে যান।
সাধুদের স্নানের পর সেখানে স্নান করেন সাধারণ মানুষজন। মনে করা হয়, সাধু-সন্ন্যাসীরা স্নান করার পর সঙ্গমের জল আরও পবিত্র হয়ে ওঠে।
মহাকুম্ভে এই রাজকীয় স্নান করলে সমস্ত পাপ দূর হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহাকুম্ভে এই পূণ্যস্নানে মানসিক শান্তিও পাওয়া যায়।
মহাকুম্ভ স্নানের পবিত্র তিথি ও দিনক্ষণ -১৪ জানুয়ারি -মকর সংক্রন্তি, ২৯ জানুয়ারি - মৌনী অমাবস্যা, ৩ ফেব্রুয়ারি - বসন্ত পঞ্চমী, ১২ ফেব্রুয়ারি - মাঘী পূর্ণিমা, ২৬ ফেব্রুয়ারি -মহাশিবরাত্রি।