19th December, 2024

হোটেলের রুমে সবসময় সাদা বিছানার চাদর ব্যবহার হয়, কেন রঙিন নয়?

Credit - Getty Images

TV9 Bangla

আমরা বাড়িতে সাধারণত রঙিন, সুন্দর ডিজাইনের বিছানার চাদর ব্যবহার করি। অনেকে বাচ্চাদের রুমের বেডরুম সুন্দর পশু-পাখির বেডশিট দিয়ে সাজান।

বাড়ির বিছানার চাদরের রঙিন ভাব মেলে না হোটেলে। যখনই আপনি কোনও হোটেলে যান, লক্ষ্য করে দেখবেন সেখানে বিছানায় শুধুই সাদা রঙের চাদর দেখা যায়।

কখনও মনে কি প্রশ্ন জেগেছে যে, কেন হোটেলের রুমে রঙিন বিছানার চাদর ব্যবহার করা হয় না? এর নেপথ্যে আসল কারণ কী?  

শুধু হোটেলের রুমের বিছানার চাদরের রং সাদা হয় না। দূরপাল্লার ট্রেনেও যে বিছানার চাদর ব্যবহার করা হয়, সেগুলিও সব সময় সাদা রঙের হয়।  

হোটেলে ও ট্রেনে ব্যবহৃত বিছানার চাদর সাদা রংয়ের কেন হয়? এর আসল কারণ, সাদা রংয়ের চাদর পরিষ্কার করার জন্য ব্লিচ ব্যবহার করা হয়।

ব্লিচিং মারফত ধুয়ে পরিষ্কার করা চাদরে খারাপ গন্ধ হয় না। তাই যদি রঙিন বিছানার চাদর হয়, ব্লিচ ব্যবহার করলে রং চটে যায়।

রঙিন চাদরের রং বিবর্ণ হয়ে গেলে দেখতে ভালো লাগে না। আর সাদা চাদরে শুধু পরিষ্কার সাদা ভাব থাকলেই হল। সহজে পরিষ্কারও করা যায়।

সাদা চাদরে ধুলো, দাগ খুব সহজেই দেখা যায়। পরিষ্কার করাও সহজ। সাদা রং মন ও মস্তিষ্ককে শান্ত করে। চারপাশে ইতিবাচক ভাব বজায় থাকে।