মোবাইল দেখিয়ে বাচ্চাকে খাওয়ান? অভ্যাস না ছাড়ালেই বিরাট ক্ষতি
Credit - META AI
TV9 Bangla
বাচ্চাদের মধ্যে মোবাইলের প্রতি আসক্তি দিন দিন বাড়ছে। নানা গবেষণায় উঠে এসেছে, যে ২ বছরের কম বয়সের শিশুদের ৯০ শতাংশ খাওয়ার সময় মোবাইল ফোনের দিকে তাকিয়ে খায়।
শিশুদের খাওয়ার সময় মোবাইল ফোন হাতে দেওয়া একেবারেই ঠিক নয়। এই অভ্যাস না ছাড়লে একাধিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।
অনেক সময় অভিভাবকরাও অসতর্ক হয়ে পড়েন। এবং ভাবেন বাচ্চাকে মোবাইল দিলে যেহেতু খাচ্ছে, তা হলে সেই উপায়েই খাওয়ানো যাক।
সাময়িক সমস্যা মেটাচ্ছেন ভেবে বাচ্চার খাওয়ার সময় হাতে মোবাইল দিলে বড় ভুল করছেন। কারণ এটি বাচ্চাটির অভ্যাসে পরিণত হচ্ছে।
খাবার খাওয়ার সময় শিশুদের মোবাইল ফোন দেখতে দিলে তাতে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
কোনও শিশু যখন মোবাইল ফোন দেখতে দেখতে খাবার খায়, সে তখন দেখে না তার পাতে কী খাবার এবং কতটা খাবার রয়েছে।
অনেক সময় মোবাইল ফোন দেখতে দেখতে বাচ্চারা খাবার খায় বলে, বেশি খেয়ে ফেলে। যার ফলে ধীরে ধীরে স্থূলতা বাড়ে।
খাবার খেতে খেতে মোবাইল দেখলে মস্তিস্কের ক্ষতি হয়। খুব কম বয়সে চোখের সমস্যা তৈরি হয়। মায়োপিয়া (কাছের দৃষ্টি কমে যায়) এই কারণেই বাড়ছে।