1 NOV 2024

ভাইফোঁটায় কেন দই-কাজল-চন্দনের ফোঁটা দেওয়া হয়? কারণ জানলে চমকে যাবেন!  

credit: getty images

TV9 Bangla

ভাইফোঁটা মূলত রবিবার। শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতেই হয় ভ্রাতৃ দ্বিতীয়া। তবে অনেকের বাড়িতেই আবার প্রতিপদের দিন ভাইফোঁটার চল রয়েছে।

চন্দন-কাজল-দইয়ের ফোঁটা দিয়ে মন্ত্রোচ্চারণ করে ভাইয়ের মঙ্গল কামনায় বোন পালন করে ভাইফোঁটা। কিন্তু কেন চন্দন-কাজল-দইয়ের ফোঁটা দেওয়া হয়, জানেন?

মনে করা হয় চন্দনের ফোঁটা মনকে শান্ত রাখতে সাহায্য করে। চন্দনের তিলক একাগ্রতা ও ধৈর্য্য বাড়ায়। যে কোনও পুজোতেও তাই চন্দনের ব্যবহার হয়েই থাকে।

ভাইফোঁটা ছাড়াও বিভিন্ন শুভ অনুষ্ঠানে কপালে চন্দনের তিলক ব্যবহারের রীতি রয়েছে। এই কারণেই মুনি-ঋষিরাও নিয়মিত চন্দনের তিলক লাগাতেন।

কাজলের কালো রং নজর কাটাতে সাহায্য করে। প্রাচীন কাল থেকেই এমন বিশ্বাস। তাই যে কোনও খারাপ নজর কাটাতেই কাজল লাগানোর প্রথা রয়েছে।

একই কারণে ছোট বেলায় বাচ্চাদের কাজলের টিপ পরানো হয়। ভাইকেও সব রকম কু-নজর থেকে বাঁচাতে তাই বোন ভাইফোঁটার দিন কাজলের ফোঁটা দেয়।

চন্দনের ফোঁটা বা কাজলের ফোঁটার মতোই দইয়ের ফোঁটারও অনেক গুণ রয়েছে। হিন্দু ধর্ম মতে দইয়ের ফোঁটাকে শুভ বলে মনে করা হয়।

কেবল ভাইফোঁটা নয়, যে কোনও শুভ কাজ শুরু করার আগেই বা কোনও জায়গায় যাওয়ার আগে তাই দইয়ের ফোঁটা দেওয়ার রীতি রয়েছে। এই কারণেই ভাইফোঁটাতে দই ব্যবহার করা হয়।