1 FEB 2025

ভারতের মোবাইল নম্বরের আগে +৯১ কেন লেখা থাকে?

credit:Getty Images

TV9 Bangla

হয়তো সকলেই খেয়াল করেছেন ভারতের যে কোনও মোবাইল নম্বরের আগে দুটি সংখ্যার একটি কোড থাকে। সেটি হল +৯১।

+৯১ দিয়ে শুরু হওয়ার পরে থাকে, ১০ ডিজিটের মোবাইল নম্বর। বাইরের দেশ থেকে কেউ ভারতে ফোন করতে চাইলেও, এই কোড দিয়েই ফোন করতে হয়।

অনেকে হয়তো জানেন, আবার অনেকের কাছে অজানা, আসলে ভারতের কান্ট্রি কোড হল +৯১। কিন্তু এই কান্ট্রি কোড এমনি এমনি ঠিক হয়নি।

কোনও দেশের কান্ট্রি কোড কী হবে তা মূলত নির্ভর করে সেই দেশের ভৌগোলিক অবস্থানের উপরে। ভারতের ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের কান্ট্রি কোড +৯১।

জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন বা আইটিইউ (ITU) বিশ্বের প্রতিটি দেশকে তাঁদের কান্ট্রি কোড প্রদান করে।

ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন বিশ্বকে ৯টি জোনে ভাগ করেছে। দক্ষিণ, মধ্য, পশ্চিম ও মধ্যপ্রাচ্য এশিয়া এই নবম অঞ্চলের মধ্যে পড়ে।

নবম অঞ্চলের সমস্ত দেশে +9 দিয়ে শুরু হওয়া কলিং কোড রয়েছে৷ যেমন ভারতের +91, পাকিস্তানের +92 এবং আফগানিস্তানের +93।

ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন কোনো দেশের জনসংখ্যা, ইউনিয়ন এবং অন্যান্য অনেক বিষয়ে নজর দেয়, কোনও দেশে কোড জারি করার আগে। সেই সব কিছুর উপর নির্ভর করে ঠিক হয় কান্ট্রি কোড।