24th June, 2025

বাড়ির বাইরে কেন 'শুভ লাভ' লেখা হয়, জানেন?

TV9 Bangla 

Credit - Pinterest 

একাধিক বাড়ির বাইরে অর্থাৎ মূল দরজায় দেখা যায় 'শুভ লাভ' লেখা থাকে। হিন্দু ধর্মে এই লেখার বিশেষ গুরুত্ব রয়েছে।

এমনটা বিশ্বাস করা হয় যে, বাড়ির মূল দরজায় স্বস্তিক চিহ্নর পাশে 'শুভ লাভ' লিখে রাখলে সেই পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে।

কোনও ঘরের বাইরে 'শুভ লাভ' লিখে রাখলে নেতিবাচক শক্তি দূরে থাকে। আর সেই বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করে।

হিন্দু শাস্ত্র অনুযায়ী, ভগবান গণেশের দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি। আর পুত্র শুভ ও লাভ। গণেশ বিঘ্নহর্তা, তাঁর সঙ্গে ঋদ্ধি-সিদ্ধির আশীর্বাদ পেলে সেই ব্যক্তি আরও সৌভাগ্যবান হন।

কোনও ব্যক্তি বাড়ির মূল দরজায় 'শুভ লাভ' লিখলে, তিনি যশস্বী লাভ করেন। ওই ব্যক্তি বৈভবশালী এবং প্রতিষ্ঠিত হন।

বাড়ির বাইরে 'শুভ লাভ' লিখলে সুখ ও সৌভাগ্য লাভ হয়। একইসঙ্গে যে ব্যক্তির বাড়িতে এমনটা লেখা থাকে, তিনি নিরাপত্তা পান।

শাস্ত্র মতে, সুখ ও সৌভাগ্য লাভের জন্য বুধবার গণেশ পুজো করতে হবে। সেই সময় গণেশ ঠাকুরের পাশাপাশি ঋদ্ধি-সিদ্ধি ও শুভ-লাভের বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হয়।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।