31st May, 2025

জামাই খায় কব্জি ডুবিয়ে, শাশুড়ি কেন উপবাসে? আসল কারণ জানেন?

TV9 Bangla

Credit -  Pinterest, X

কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই পার্বণের মধ্যেই যেন পড়ে জামাইষষ্ঠী! রবিবার, ১ জুন জামাইষষ্ঠী।

জামাইষষ্ঠীর দিন প্রত্যেক বাড়ির জামাই কব্জি ডুবিয়ে খায়। আর অপরদিকে শাশুড়ি থাকেন উপোস করে। যুগ যুগ ধরে চলছে এটাই। কিন্তু এর আসল কারণ কী?

আপনি কি জানেন জামাই না খাওয়া অবধি জামাইষষ্ঠীতে কেন শাশুড়িকে উপোস করে থাকতে হয়? চলুন এ বিষয়ে জেনে নেওয়া যাক।

জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে বাঙালির ঘরে ঘরে পালিত হয় জামাইষষ্ঠী অনুষ্ঠান। এই অনুষ্ঠান পালনের নানা রীতি রয়েছে।

জামাইষষ্ঠীতে মেয়ে এবং জামাইয়ের মঙ্গল কামনা করে শাশুড়িরা ষষ্ঠী ব্রত পালন করেন। জামাই ও মেয়ের সুখী দাম্পত্য জীবনের কামনা করেন শাশুড়ি।

জামাইষষ্ঠীর দিন সকাল থেকে শাশুড়িরা তাঁদের জামাইয়ের জন্য হরেক রকমের পদ রাঁধেন। কিন্তু নিজে উপোস করে থাকেন। জামাইষষ্ঠীর দিন পুজো না করা অবধি কিছুই খান না শাশুড়িরা।

হিন্দুশাস্ত্রের নিয়ম বলছে, জামাইষষ্ঠীর দিন পুজো না হওয়া অবধি এবং জামাইকে না খাওয়ানো অবধি উপোস করতে থাকতে হয় শাশুড়িকে। বহুদিন ধরে এটাই চলে আসছে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা হিন্দুধর্ম থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।