16 March 2024

মাথার মাঝখান থেকেই আগে চুল ওঠে কেন?

credit: istock

TV9 Bangla

কখনও কখনও ভাল জীবনযাপন এবং সঠিক খাদ্যাভাস সত্ত্বেও, পুরুষদের মধ্যে দ্রুত চুল পড়ে।                                       

চুল পড়া শুরু হলেই পুরুষদের মাথার মাঝখানের চুল সবার আগে উঠে যায়। এর কারণ কী জানেন?                                       

চিকিৎসকের মতে, পুরুষদের চুল পড়ার প্রধান কারণ অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া।                                       

একে Male Pattern Baldness বলা হয়। এর দু'টি কারণ আছে। প্রথম- জেনেটিক এবং দ্বিতীয়- পুরুষ হরমোন টেস্টোস্টেরন।                                       

চিকিৎসকের মতে, পুরুষদের মাথার মাঝখান থেকে চুল পড়া শুরু হয়।                                       

পুরুষদের চুল পড়ার আরেকটি কারণ হতে পারে মানসিক চাপ এবং পুষ্টির অভাব।                                       

অতিরিক্ত স্ট্রেস নিলে শরীরে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয় এবং চুল পড়ার সমস্যা হতে পারে।                                       

ভিটামিন বি ১২, ভিটামিন ডি বা ক্যালসিয়ামের মতো কিছু প্রয়োজনীয় পুষ্টির অভাব পুরুষদের চুল পড়ার কারণ।