7th February,  2025

বাস্তু মানেন! তাহলে ভুলেও বাইরে থেকে এসে এই কাজ না করে বাড়ি ঢুকবেন না

TV9 Bangla

Credit - Canva, Pixabay, Meta AI

কোনও জায়গা থেকে বাড়ি ফেরার পর বড়রা সকলকে হাত ও পা ভালো করে ধুয়ে নিতে বলেন। হাত-পা পরিষ্কার রাখা স্বাস্থ্যের জন্য ভালো।

বাস্তুশাস্ত্র মতে প্রতিটি ব্যক্তির উচিত বাইরে থেকে বাড়ি ফিরে প্রথমে পরিষ্কার করে পা ধুয়ে নেওয়া। জানেন এ কাজ করতে কী হয়?

বাইরে থেকে বাড়ি ফেরার পর ভালো করে পা ধুয়ে নেওয়া প্রয়োজন। অপরিষ্কার পা নিয়ে বাড়ির ভেতরে ঢুকলে নেতিবাচক এনার্জি প্রবেশ করে।

ফলে যদি কোনও ব্যক্তি বাইরে থেকে বাড়ি ফিরে পা ধুয়ে ঘরের ভেতরে ঢোকেন, তাতে নেগেটিভ এনার্জি বাড়ির বাইরেই থেকে যায়। পজিটিভ এনার্জি আসার রাস্তা তৈরি হয়।

হিন্দু ধর্মে এও বিশ্বাস করা হয়, পায়ের সঙ্গে এনার্জির এক বিশেষ যোগ রয়েছে। বিভিন্ন সংস্কৃতিতে রয়েছে বাড়িতে অতিথি এলে তাঁর পা ধুইয়ে দেওয়া হয়।

বাস্তুশাস্ত্র মতে, যে ব্যক্তি কোনও জায়গা থেকে বাড়ি ফেরার পর ঠিক করে পা ধুয়ে বাড়িতে প্রবেশ করে, তাঁর বাড়িতে সুখ ও সমৃদ্ধি বাড়ে। 

পা ধোওয়ার সঙ্গে স্বাস্থ্যের বিষয়ও জড়িয়ে রয়েছে। ঠান্ডা জল দিয়ে পা ধুলে রক্ত সঞ্চালন বাড়ে। বেশি হাঁটাহাঁটির ফলে পায়ে ব্যথা হলে যন্ত্রণাও কমে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।