নতুন গাড়ির পুজোর সময় চাকার নীচে লেবু রাখা হয়, কেন জানেন?
TV9 Bangla
Credit - META AI
নতুন গাড়ি কেনার পর অনেকেই তা পুজো করান। প্রথম বার গাড়ি পুজো করার পর চাকার নীচে লেবু রাখা হয়। অনেকে এ কাজকে কুসংস্কার বলেন।
আবার হিন্দু ধর্ম অনুযায়ী বলা হয়, কোনও নতুন গাড়ির চাকার নীচে লেবু রাখার প্রথার এক বিশেষ কারণ রয়েছে। জানেন সেটি কী?
অনেক সময় দেখা যায় দোকানে বা গাড়িতে লেবু ও লঙ্কা একসঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখা হয়। আবার মাঝে মাঝে বাড়ির মূল দরজাতেও লেবু-লঙ্কা ঝোলাতে দেখা যায়।
জ্যোতিষশাস্ত্র ও বাস্তু শাস্ত্র অনুসারে লেবু শুক্র এবং চন্দ্র সঙ্গে সম্পর্কিত। এমনটা বিশ্বাস করা হয় যে, লেবুর টক স্বাদ শুক্র গ্রহ ও লেবুর রস চন্দ্রর সঙ্গে সঙ্গে সম্পর্কিত।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, নতুন জিনিসকে ঘিরে প্রচুর নেতিবাচক শক্তি থাকে। তাই সেখানে লেবু-লঙ্কা রাখলে নেতিবাচক শক্তি দূর হয়।
হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, নতুন গাড়ির চাকার নীচে লেবু রাখলে কারও খারাপ নজর থাকে না। নেতিবাচক শক্তিও দূর হয়। শুক্র ও চন্দ্রর অবস্থান শক্তিশালী হয়।
অনেকেই বিশ্বাস করেন যে, নতুন গাড়ির চাকার নীচে লেবু রাখলে চারপাশের খারাপ প্রভাব পড়ে না। সেই গাড়িতে ভ্রমণ সফল হয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস ও জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।