31st May, 2025
জামাইষষ্ঠীতে জামাইয়ের হাতে কেন বাঁধা হয় হলুদ সুতোই?
TV9 Bangla
Credit - Pinterest, X, Own Arrangements
প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে হিন্দুদের বাড়িতে পালিত হয় জামাইষষ্ঠী। এদিন প্রতি বাড়িতে কমবেশি জামাইকে যত্ন আত্তি করে নানা পদ খাওয়ানো হয়।
জামাইষষ্ঠীর দিনে নানা রীতি মানার কথা উল্লেখ রয়েছে হিন্দুশাস্ত্রে। এই দিনে জামাইয়ের হাতে শাশুড়িরা একটি হলুদ মাখানো সুতো বেঁধে দেন।
জানেন জামাইষষ্ঠীর দিন কেন শাশুড়িরা জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বাঁধেন? চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
জামাইষষ্ঠীর দিন মেয়ে জামাইয়ের মঙ্গল কামনা করে ষষ্ঠী ব্রত রাখেন শাশুড়িরা। তাই শাশুড়িরা উপোসও করে থাকেন।
তেমনই মেয়ে ও জামাইয়ের মঙ্গল চেয়ে এবং তাদের সম্পর্ক যেন অটুট থাকে সেই কামনা করে জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেন শাশুড়িরা।
আসলে জামাইষষ্ঠীর দিন জামাইয়ের হাতে হলুদ ও তেলে মাখানো একটি সুতো বেঁধে দিতে হয় শাশুড়িকে। এই রীতি যুগের পর যুগ ধরে চলে আসছে।
জামাইষষ্ঠীর দিন ষষ্ঠী পুজো সেরে জামাইকে হরেক রকমের পদ সাজিয়ে গুছিয়ে খাওয়ান শাশুড়িরা। তারপর জামাইয়ের খাওয়া হলে শাশুড়িও উপোস ভাঙেন।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা হিন্দুধর্ম থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন