24 JUN 2025

ভগবান শিবকে চন্দ্রশেখর বলা হয় কেন?

Credit: Getty Images

TV9 Bangla

চন্দ্রশেখর শব্দের অর্থ হল 'যিনি মাথায় চাঁদ বা চন্দ্রকে ধারণ করেন'।

ভগবান শিবের একটি অবতারের নামও চন্দ্রশেখর।

শিবের মাথায় অর্ধচন্দ্র থাকে, এই কারণেই তাঁকে চন্দ্রশেখর বলা হয়।

চন্দ্রশেখর শব্দে চন্দ্র মানে চাঁদ ও শেখর মানে চূড়া বা মুকুট।

শিবের মাথায় অর্ধচন্দ্র থাকার কারণেই শিবকে চন্দ্রশেখর বলা হয়।

কথিত আছে দেবী পার্বতীর সঙ্গে বিবাহের সময় শিব এই চন্দ্রশেখর রূপ ধারণ করেন।

মনে করা হয় উত্তরাখণ্ডের ত্রিযুগি নারায়ণ মন্দিরে শিব ও পার্বতীর বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল।

চন্দ্রশেখর রূপে চাঁদ শান্তির প্রতীক। যা জীবনের অস্থিরতা ও অশান্তিকে কাটিয়ে ওঠার ক্ষমতাকে দর্শায়।

বিঃ দ্রঃ- এই প্রতিবেদনের বক্তব্য পুরাণ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।