ISKCON temple pic

17th January, 2025

ইসকন মন্দিরের রং কেন সাদা হয় জানেন?

Credit - PTI, X, Getty Images

TV9 Bangla

image
বিশ্বের বিভিন্ন প্রান্তে শ্রীকৃষ্ণের একাধিক বড় মন্দির রয়েছে। কিন্তু সারা দুনিয়ায় ইসকন মন্দিরের জনপ্রিয়তা সবচেয়ে বেশি।

বিশ্বের বিভিন্ন প্রান্তে শ্রীকৃষ্ণের একাধিক বড় মন্দির রয়েছে। কিন্তু সারা দুনিয়ায় ইসকন মন্দিরের জনপ্রিয়তা সবচেয়ে বেশি।

ইসকন মন্দির দর্শনের জন্য দেশ-বিদেশ থেকে দর্শনার্থীরা ভিড় জমান। বেশিরভাগ জায়গায় দেখা যায় ইসকন মন্দিরের রং সাদা।

ইসকন মন্দির দর্শনের জন্য দেশ-বিদেশ থেকে দর্শনার্থীরা ভিড় জমান। বেশিরভাগ জায়গায় দেখা যায় ইসকন মন্দিরের রং সাদা।

ইসকনের অধিকাংশ মন্দির সম্পূর্ণ সাদা। সেখানে সাদা মার্বেল ব্যবহার করা হয়। আপনি কি জানেন ইসকন মন্দিরের রং কেন সাদা হয়?

ইসকনের অধিকাংশ মন্দির সম্পূর্ণ সাদা। সেখানে সাদা মার্বেল ব্যবহার করা হয়। আপনি কি জানেন ইসকন মন্দিরের রং কেন সাদা হয়?

বলা হয়, ইসকন মন্দিরের রং সাদা হওয়ার ফলে সেখানে আসা ভক্তরা শান্তি অনুভব করেন। ইসকন মন্দিরের সাদা রংকে হিন্দু ধর্মে পবিত্রতার রং বলে মনে করা হয়।

ISKCON এর ফুল ফর্ম হল International Society for Krishna Consciousness। গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী এটি একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান।

সম্প্রতি নভি মুম্বইয়ে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইসকন মন্দিরের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

হরে কৃষ্ণ আন্দোলন হিসেবে ইসকনের যাত্রা শুরু হয়েছিল। ১৯৬৬ সালে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠা করেছিলেন।

ইসকনের লক্ষ দেশ তথা বিশ্বের মানুষকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করা। ইসকন বেদ ও বৈদিক গ্রন্থের শিক্ষা অনুসরণ করে।