28 FEB 2025

কেন সোমবারেই পুজো করা হয় মহাদেবের?

credit: Meta AI

TV9 Bangla

হিন্দু শাস্ত্র অনুসারে সপ্তাহের প্রতিটা দিন কোনও না কোনও দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গকৃত। যেমন বৃহস্পতি বার দেবী লক্ষ্মীর আরাধনার দিন। মঙ্গলবার বজরংবলীর দিন। শনিবার দেবী কালীর আরাধনা করা হয়।

তেমনই প্রতি সোমবার ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। এই দিনে বিশেষ ভাবে পূজিত হন মহাদেব। এই দিন পুজো করলে সন্তুষ্ট হন মহাদেব।

ধর্মীয় বিশ্বাস অনুসারে সোমবার উপোস করে শিবলিঙ্গে জল ঢাললে মনের সব ইচ্ছা পূরণ হয়। এই দিনকেই মহাদেবেড় আরাধনাড় জন্য সর্বোত্তম বলে বিবেচনা করা হয়।

কেন এমন হয়। সোমবার কেন শিবের বার হিসেবে পরিচিত জানেন? পৌরাণিক ব্যাখ্যা অনুসারে একবার যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছিলেন চন্দ্র দেব। তখন মহাদেবের আরাধনা করলে সেই যন্ত্রণা থেকে মুক্ত পান তিনি।

চন্দ্র দেব যেদিন মহাদেবের আরাধনা করেছিলেন তা ছিল সোমবার। সেই থেকেই সোমবারে দেবাদিদেবের পুজোর শুরু।

সোম মানে কোমল। মহাদেব অত্যন্ত শান্তি প্রিয় দেবতা। তাঁর সহজ, সরল এবং নম্র স্বভাবের জন্য তাকে ভোলেনাথ বলা হয়। একই কারণে তাঁকে সোমবারের দেবতা বলা হয়।

কথিত দেবী পার্বতী মহাদেবকে পাওয়ার জন্য কঠিন তপস্যা করেছিলেন। সেই তপস্যা করার সময় ১৬ টি সোমবার উপবাস করে ব্রত করেন তিনি। তাতেই সন্তুষ্ট হয়েছিলেন মহাদেব। সেই থেকেই সোমবারের মাহাত্ম্য।

ভগবান শিবকে 'ওঁকার' বলা হয়। সোমবার বলার সময় মুখ থেকে 'ওম' ধ্বনি বেড়িয়ে আসে। এই কারণেও সোমবারকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।