28th June, 2025

মিনারেল ওয়াটারের বোতলের ঢাকনাই জানাবে জলটা কেমন

TV9 Bangla 

Credit -Freepik 

বাড়ির বাইরে বেরিয়ে হঠাৎই জল তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে। ব্যাগে জলের বোতল আনতেও ভুলে গিয়েছেন। উপায় না পেয়ে দোকান থেকে কিনে নিলেন মিনারেল ওয়াটার। 

এমনটা তো আমরা প্রায় সবাই করে থাকি। কিংবা রেস্তরাঁ-ক্যাফেতে গেলেও মিনারেল জলের বোতল মাস্ট।

যদি দেখেন আপনার কেনা বোতলের ঢাকনার রং সবুজ। তাহলে জানবেন, এই জলে বিশেষ ফ্লেভার মেশানো রয়েছে।

আবার যদি বোতল কিনতে গিয়ে দেখেন দোকানদার আপনাকে নীল রঙের ঢাকনা দেওয়া বোতল দিয়েছে, তাহলে বুঝবেন সেই জল একেবারেই প্রাকৃতিক ।

রয়েছে কালো রঙের ঢাকনা দেওয়া জলের বোতলও। তবে অন্যান্য জলের তুলনায় এটা কিন্তু বেশ দামি হয়। কেননা এই জলে রয়েছে অ্য়ালকালাইন। 

সাদা রঙের ঢাকনা দেওয়া জলের বোতল কিনলে বুঝতে হবে, এই জল ফিল্টার বা বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে। 

লাল ঢাকনা ওয়ালা বোতলও দেখতে পাবেন। হ্যাঁ, এরও রয়েছে বিশেষ কারণ। লাল ঢাকনাওয়ালা বোতলে যে জল থাকে, তাতে থাকে ইলেকট্রোলাইট ও ভিটামিন।