বাম হাতেই কেন বেশি ঘড়ি পরা হয়? সঠিক উত্তর অনেকের অজানা
Credit - Pinterest
TV9 Bangla
অনেকেই ঘড়ি পরতে ভালোবাসেন। ঘড়ি না পরে এক পা-ও অনেকে বেরোন না। আজকাল স্মার্টফোনের যুগ। ঘড়িও স্মার্ট হয়ে গিয়েছে।
পুরুষ হোক বা মহিলা, সকলের হাতের কবজিতে ঘড়ির জায়গা আজও অমলিন। বেশিরভাগ মানুষ বাঁ হাতে বেশি ঘড়ি পরেন। এর নেপথ্যে রয়েছে কোন কারণ?
বেশিরভাগ মানুষই ডান হাতি। যে কারণে বা হাতে ঘড়ি পরলে তা দেখতে সুবিধা হয়। এর ফলে বিনা সমস্যায় ডান হাতে কিছু লেখা যায়।
একটা সময় পকেট ঘড়ির চল ছিল। সেখান থেকে ধীরে ধীরে পরিবর্তনের মাধ্যমে হাতঘড়ি শুরু হয়। এখন তো স্মার্টওয়াচের যুগ।
পুরুষ হোক বা মহিলা বেশিরভাগকেই দেখা যায় বাম হাতে ঘড়ি পরতে। তবে এই হাতেই যে ঘড়ি পরতে হবে, তার কোনও মানে নেই।
কেউ কেউ স্টাইল স্টেটমেন্ট ধরে রাখার জন্য ডান হাতেও ঘড়ি পরেন। অনেকে পোশাকের ধরন অনুযায়ীও কোন হাতে ঘড়ি পরবেন, তা ঠিক করেন।
ডান হাতিরা যেহেতু ডান হাত দিয়েই সারাদিন কাজ করে থাকেন, তাই এই হাতে জল লাগার সম্ভবনাও রয়েছে। সেক্ষেত্রে বাম হাতে ঘড়ি পরলে সেটি নষ্ট হওয়ার ভয় কম।
ঘড়ি কে কোন হাতে পরবেন, তা নিয়ে কোনও নির্দিষ্ট নিয়ম নেই। যে কেউ নিজের পছন্দ অনুযায়ী ডান বা বাম হাতে ঘড়ি পরতে পারেন। পুরোটাই সেই ব্যক্তির নিজস্ব ইচ্ছে, পছন্দের উপর নির্ভর করছে।