20 July 2024
সর্ষের বালিশে শোয়ালে মাথা গোল হয় শিশুদের?
TV9 Bangla
বাচ্চার জন্মের পর অনেকেই নবজাতককে সর্ষের বালিশে শোয়ান। প্রচলিত বিশ্বাস সর্ষের বালিশে শোয়ালে নবজাতকের মাথার আকার গোল হয়।
কিন্তু এই ধারণা কী ঠিক? এ নিয়ে কী জানাচ্ছেন চিকিৎসকরা। প্রচলিতক ধারণার কী কোনও ভিত্তি রয়েছে?
চিকিৎসকরা জানাচ্ছেন, বাচ্চার বালিশ হতে হবে আরামদায়ক। এ ক্ষেত্রে সবথেকে ভালো সুতির কাপড় দিয়ে তৈরি বালিশ।
পালক, সিন্থেটিক তুলোর বালিশ নবজাতকদের কোনও ভাবেই দেওয়া উচিত নয়। এতে অ্যালার্জির সমস্যা হতে পারে।
তবে চিকিৎসকরা জানাচ্ছেন, সর্ষের বালিশে শোয়ালে নবজাতকের মাথা গোল হওয়ার ধারণা ভ্রান্ত। এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।
তবে সর্ষের বালিশে শোয়ালে শিশুর মাথায় চাপ পড়ে। তাই এই বালিশ শিশুর পক্ষে আরামদায়ক।
তাই এই বালিশে শোয়ালে মাথা গোল হবে এর কোনও মানে নেই। তবে া নবজাতকের পক্ষে আরামদায়ক হবে এ বিষয়ে কোনও সন্দেহ নেই।
এর পাশাপাশি আরও একটি বিষয়ে নজর রাখতে হবে, বালিশে শুয়ে শিশুর নাক-মুখ যেন কোনও ভাবে চাপা না পড়ে। এই বিষয়টিতেও গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা।
Learn more