3rd July, 2025

মৃতদেহের উপর কেন সাদা ফুল দেওয়া হয় জানেন?

TV9 Bangla 

Credit - Getty Images, Pinterest, Canva

যে কোনও ব্যক্তি মারা গেলে দেখা যায়, তার মৃতদেহের উপর সাদা ফুল দিয়ে থাকেন অনেকে। কেউ কেউ আবার ফুলের মালাও দেন।

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মৃতদেহের উপর রজনীগন্ধা ফুল ও সেই ফুলের মালা দেওয়া হয়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কেন সাদা ফুলই দেওয়া হয়।

সাদা ফুল আসলে শোকজ্ঞাপন বোঝাতে ব্যবহৃত হয়। মৃতদেহের উপর যখন সাদা ফুল দেওয়া হয়, তা সাধারণত শোক ও সম্মানের প্রতীক হিসেবে দেওয়া হয়।

সাদা রং শান্তি, পবিত্রতা এবং আত্মার মুক্তির প্রতীক। যার ফলে মরদেহের শেষকৃত্যর আগে সাদা ফুলের মাধ্যমে শোকের আবহে সান্ত্বনা দিতে ব্যবহৃত হয়।

কোনও ব্যক্তির মৃতদেহের উপর সাদা ফুল দেওয়া শোক প্রকাশ এবং মৃতের আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর এক বহু পুরনো উপায়।

বিভিন্ন সংস্কৃতিতে কোনও ব্যক্তির শেষকৃত্যের আগে ফুল দেওয়ার নির্দিষ্ট পছন্দ থাকতে পারে। সাদা ফুল সাধারণত বিশেষ সম্মান বোঝাতে ব্যবহৃত হয়।

শিখ, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মে মৃতদেহের উপর সাদা রঙ ছাড়াও অন্য রঙিন ফুল এবং ফুলের মালা দেওয়ার চল রয়েছে।

অনেক সময় ভারতীয় সেনাদের শ্রদ্ধাঞ্জলি জানাতে সাদা রঙের পুষ্পস্তবক এবং নানা রঙিন পুষ্পস্তবক দেওয়া হয়ে থাকে।