24 JAN 2025

রাজকীয় স্নান ছেড়ে কেন ৫ ফেব্রুয়ারিই গঙ্গায় ডুব দেবেন মোদী?

credit:Meta AI

TV9 Bangla

১৪৪ বছর পরে আয়োজন হয়েছে মহাকুম্ভের। সাধু, ভক্ত, সাধারণ মানুষ থেকে ভিআইপিরা সকলেই ছুটে ছুটে আসছেন এই পুণ্য তিথিতে গঙ্গায় ডুব দিতে।

সকলের উদ্দেশ্য একটাই জানা-অজানায় করা নিজের পাপ থেকে মুক্ত হওয়া। বিশ্বাস কুম্ভের সময় গঙ্গা স্নান করলে আত্মার পরিশুদ্ধি ঘটে, মৃত্যুর পরে মুক্তি লাভ হয়।

সেই কারণেই কোটি কোটি ভক্তরা জড়ো হচ্ছেন প্রয়াগরাজে। সাধু-সন্তদের সঙ্গেই স্নান করেছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ থেকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

শোনা যাচ্ছে, আগামী ৫ ফেব্রুয়ারি মহাকুম্ভে স্নান করতে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু রাজকীয় স্নান তো পড়েছে ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন। তাহলে হঠাৎ ৫ ফেব্রুয়ারিকে কেন বেছে নিলেন?

মাঘ পূর্ণিমা এবং বসন্ত পঞ্চমীর দিন বেছে নেওয়ার পরিবর্তে, প্রধানমন্ত্রী ৫ ফেব্রুয়ারি স্নান করার সিদ্ধান্ত নিয়েছিন। এই দিনটি মাঘ মাসের গুপ্ত নবরাত্রির অষ্টম তিথি।

ধর্মীয় মতে এই দিনে স্নান, ধ্যান এবং তপস্যা বিশেষ পুণ্যময় বলে মনে করা হয়। পুজো এবং আচার-অনুষ্ঠানের জন্য খুব ভাল বলে মনে করা হয়।

শাস্ত্র মতে মাঘ মাসের অষ্টমী তিথিতে পবিত্র নদীতে স্নান করে পিতৃপুরুষদের জল, তিল, গোটা ফল-মূল নিবেদন করলে পিতৃপুরুষরা মোক্ষ লাভ করেন।

লোক বিশ্বাস এর মাধ্যমে মুক্তির পথও সহজ হয়ে যায়। এই কারণেই মাঘ মাসের গুপ্ত নবরাত্রির অষ্টমী তিথিটি শুভ।