কোনও বাড়িতে পুজো চলাকালীন শঙ্খ বাজানো হয়। এ ছাড়া পুজোর শেষেও শঙ্খ বাজানোর চল নজরে পড়ে। সেই সময় দেখা যায় তিন বার শঙ্খে ফুঁ দেওয়া হয়।
শুধু বাড়িতে পুজোর সময়ই নয়, অনেকক্ষেত্রে দেখা যায়, দূর্গাপুজো, কালী পুজোর সময় পাড়ায় পাড়ায় শঙ্খ বাজানোর প্রতিযোগিতা দেখা যায়।
যদিও শঙ্খ বাজানোর প্রতিযোগিতা ও নিয়মিত বাড়িতে শঙ্খ বাজানো পুরোপুরি আলাদা বিষয়। তবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে, কেন তিন বারই শঙ্খে ফুঁ দেওয়া হয়?
আসলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে প্রত্যেকের বাড়িতে এক, দুই নয় তিন বার শঙ্খ বাজানো উচিত। তিন বারের অধিক শঙ্খ বাজাতে নেই, বলছে শাস্ত্র। কিন্তু এর কারণ কী?
শাস্ত্রে বলা হয়েছে যে, তিন বার শঙ্খ বাজালে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার সঙ্গে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন।
তিন বারের বেশি যদি কেউ শঙ্খ বাজিয়ে ফেলেন, সেক্ষেত্রে সমস্ত দেব-দেবীর পাশাপাশি অসুরকেও ভুল করে আমন্ত্রণ জানানো হয়ে যায়।
অসুর যেহেতু সে ভাবে পূজিত নয়, তাই ভুল করেও শঙ্খে তিন বারের বেশি ফুঁ দিতে নেই। এমনটা যেন না হয়, সেদিকে নজর রাখা উচিত।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।