9 FEB 2025

মৃতদেহ কেন সব সময় সাদা কাপড় দিয়ে ঢাকা হয় জানেন?  

credit:PTI

TV9 Bangla

হিন্দু ধর্ম মতে সাদা রঙের আলাদা গুরুত্ব রয়েছে। বিশেষ করে কারও মৃত্যু হলে, সেই মরদেহ সাদা চাদরে ঢেকে রাখা হয়। এমনকি শ্রাদ্ধ-শান্তি না মেটা পর্যন্ত ছেলে-মেয়েকেও সাদা কাপড় পরতে হয়।

হাজার হাজার বছর ধরে ঐতিহ্য মেনেই প্রায় সব ধর্মের মানুষ মৃত দেহ সাদা রঙের কাপড় দিয়ে ঢেকে রাখেন।

শ্রাদ্ধের দিনও সাদার রঙের কিছু পরার কথা উল্লেখ আছে। কেন এই নিয়ম জানেন? বিশেষজ্ঞরা বলেন, এই প্রথার নেপথ্যে সাংস্কৃতিক এবং ধর্মীয় নানা ব্যাখ্যা।

সাদা রং শান্তি, পবিত্রতা এবং নির্দোষতার প্রতীক বলে মনে করা হয়। মৃত্যুর পরে সেই ব্যক্তি যাতে শান্তি লাভ কর তাই সাদা কাপড়ে শরীর ঢেকে দেওয়া হয়।

হিন্দু ধর্মে সাদা রংকে শোকের প্রতীক হিসাবেও বিবেচনা করা হয়। এর অর্থ হল মৃত ব্যক্তি তাঁর জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। এটি সমবেদনা প্রকাশের উপায় বটে।

অনেকের বিশ্বাস সাদা রং অন্ত্যেষ্টিক্রিয়ার আগে মর দেহকে নেতিবাচক শক্তির হাত থেকে রক্ষা করে। সাদা কাপড় দিয়ে মরদেহ ঢেকে দিলে মন্দ আত্মারা কাছে ঘেঁষতে পারে না।

সাদা রং সকল ধর্ম এবং সংস্কৃতির মানুষের কাছেই সম্মানের। হিন্দু ধর্মেও সাদা রংকে পবিত্র এবং বিশুদ্ধ বলে মনে করা হয়।

খ্রীস্টান ধর্মালম্বীদের কাছেও সাদা রং একই ভাবে পবিত্রতা এবং বিশুদ্ধতার প্রতীক। বৌদ্ধ ধর্মেও এই রঙের বিশেষ গুরুত্ব রয়েছে।