12 JAN 2025

সাধুরা-সন্ন্যাসীরা কেন চুল কাটেন না? কারণ জানলে অবাক হবেন

credit: Getty Images

TV9 Bangla

শুরু হয়ে গেল মহাকুম্ভ মেলা ২০২৫। ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের মেলা। শাস্ত্র বলছে এবারে যাঁরা কুম্ভ মেলায় যাবেন তাঁরা খুবই ভাগ্যবান। কেন?

আসলে কুম্ভমেলা ৪ প্রকার। তাঁর এবার যে কুম্ভ মেলা চলছে তা হল মহাকুম্ভ। যা ১৪৪ বছরে একবার হয়। কেউ খুব ভাগ্যবান হলে নিজের জীবদ্দশায় একবার এই মেলায় যাওয়ার সুযোগ পান।

দেশ-বিদেশের ভক্তরা ভিড় করছেন মহাকুম্ভে। আর কুম্ভ মেলার আকর্ষণ হয়ে পৌঁছেছেন অসংখ্য সাধু, সন্ন্যাসী, অঘোরিরা।  

সোশ্যাল মিডিয়ায় খুললেই ছেয়ে গিয়েছে তাঁদের ছবিতে। কেউ উলঙ্গ, কেউ স্বল্প বসনা তো কেউ আবার লাল বা গেরুয়া কাপড় পড়েছেন। কারও হাতে কমন্ডলু, মাথায় বিশাল জটা।

বিশেষ করে এই জটা বা লম্বা চুল যেন বেশিরভাগ সাধুদের অঙ্গ। কারও সেই চুল দিয়ে লম্বা জটা করা, কেউ আবার বিনুনি করেছেন। কিন্তু এর পিছনের কারণ কী জানেন? কেন সাধুরা লম্বা চুল রাখেন?

প্রাচীন শাস্ত্র খুললেও সন্ন্যাসী এবং ঋষিদের লম্বা চুলের উল্লেখ পাওয়া যায়। আসলে হিন্দুধর্মে, লম্বা চুল আধ্যাত্মিক শক্তি এবং তপস্যার প্রতীক। মনে করা হয় চুলকে বলা হয় মহাজাগতিক শক্তির সঙ্গে প্রবাহিত হয়।

লম্বা চুল সন্ন্যাসীদের শক্তির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কেউ বলেন লম্বা চুল শরীর ও আত্মার মধ্যে ভারসাম্য বজায় রাখে। সেই কারণে ঋষিরা চুল কাটা এড়িয়ে যান।

অনেকের ধারণা আগে ঋষিরা তপস্যা করতে এবং শান্তির সন্ধান করতে পাহাড়ে গিয়ে ধ্যান করতেন।  তপস্যায় এতটাই মগ্ন হয়ে পড়ে যে অন্য কিছু নিয়ে তাদের চিন্তিত হয় না। চুল কাটতেও ভুলে যান।