06 JAN 2025
পৃথিবীর সবচেয়ে ছোট পেগ ৩০মিলি কেন হয়?
credit: Getty Images
TV9 Bangla
শীতকাল মানেই জমিয়ে পার্টি, খাওয়া দাওয়া আর পরের পর পেগ চলতে থাকে। কখনও ৩০, কখনও ৬০ আবার কখনও ১২০ এমএল।
কিন্তু যতই ছোট পেগ বানান না কেন, তা ৩০ এমএলের নীচে হয় না। কেন এমন হয় জানেন? কেন ৩০ এমএল সবচেয়ে ছোট পেগ?
৩০ এমএল পেগের ইতিহাস কিন্তু জুড়ে আছে ব্রিটেনের ইতিহাসের সঙ্গে। আসলে কিছু বছর আগেও ব্রিটেনে ৩০মিলি পেগ ব্র্যান্ডি বিক্রির একটা ঐতিহ্য ছিল।
সেই থেকেই সবচেয়ে ছোট পেগ ৩০মিলি হওয়ার চল। আসলে ব্রিটিশ শাসনকালে দু'রকমের পেগের প্রচলন ছিল। একটি ৩০মিলি এবং দ্বিতীয়টি ছিল ৬০মিলি।
ব্রিটিশ আমলে প্রচলিত এই প্রথাই ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ভারত সহ সারা পৃথিবীতে। ধীরে ধীরে এই পেগের মাপ ভারতীয় সংস্কৃতিতে ঢুকে পড়ে। যা রয়ে গিয়েছে আজও।
সেই সময়ে অ্যালকোহল সেবনের ক্ষেত্রে এটাই ছিল সবচেয়ে কম পরিমাণে মদ পরিবেশনের নিয়ম। তাই এটি ছোট পেগ নামে পরিচিত ছিল।
ছোট পেগ ছাড়াও ৩০মিলি মদের আরও একটা নাম ছিল। তা হল সন্ধ্যার গ্লাস বা ইভিনিং গ্লাস। আর ৬০ মিলি পেগকে বলা হত বড় পেগ।
যদিও এখন ৩০মিলি থেকেও ছোট শর্ট পাওয়া যায় বিভিন্ন বারে। আবার ৯০মিলি বা ১২০ মিলি বড় পেগ খাওয়ার চল প্রচলিত রয়েছে।
আরও পড়ুন