13 JAN 2025

হানিমুনের আসল মানে কি জানেন? কেন বিয়ের পরের সময়কে হানিমুন বলে?

credit: Getty Images

TV9 Bangla

বিয়ের পরে নব দম্পতি এক সঙ্গে ঘুরতে যাওয়ার চল রয়েছে সর্বত্র। বাংলায় যাকে বলে মধুচন্দ্রিমা, ইংরেজিতে তাই হানিমুন। একে অপরকে আরও ভাল ভাবে জানতে, একসঙ্গে সময় কাটাতেই প্রধানত হানিমুনে যাওয়ার চল।

কখনও হঠাৎ করে বিয়ের পরের প্রথম ঘুরতে যাওয়াকে একসঙ্গে হানিমুন কেন বলে? কোথা থেকে এল এই শব্দ? এর নেপথ্যেও কিন্তু রয়েছে এক কাহিনি।

বিয়ের পরে ঘুরতে যাওয়ার চল রয়েছে সর্বত্র। এই প্রথা কিন্তু পশ্চিমীর দেশ থেকে আসেনি। তবে হানিমুন বা মধুচন্দ্রিমা শব্দ এসেছে পশ্চিমী দেশ থেকেই। ইউরোপ থেকেই এই ধারণার আমদানি করা হয়েছে।

ইউরোপে একটা সময়ে বিয়ের পরে পূর্ণিমার রাত পর্যন্ত নিজেদের নতুন বিয়েকে উদযাপনের রীতি ছিল, সেই থেকেই জন্ম হয় হানিমুন শব্দের।

হানিমুন শব্দটি প্রাচীন ব্যাবিলন এবং রোমে উদ্ভূত হয়েছিল বলে মত অনেকের। এক সময়ে কনের বাবা বরকে মধু এবং সামান্য অ্যালকোহলযুক্ত পানীয় পরিবেশন করতেন বিয়ের দিন রাতে।

সেই থেকেই এই শব্দের উৎপত্তি। হানিমুন শব্দের আক্ষরিক অর্থ করলে দাঁড়ায় মধু এবং চাঁদ অর্থাৎ পূর্ণিমার রাত। বিয়ের পরে মধুর রাতকে বোঝাতেই এই রাতকে হানিমুন বলা হয়।

একটি তত্ত্বও আছে। ইংরেজি শব্দ Hony Moone থেকে এসেছে। এই শব্দে Hony শব্দের অর্থ নতুন বিবাহের মাধুর্য ও সুখ।

বিবাহের পরে সুখকে মধুর সঙ্গে তুলনা করেই তা হয়ে ওঠে হানিমুন। তাই বিয়ের কয়েকদিন পরের সময়কে হানিমুন পিরিয়ড বলা হয়।