24th May, 2025

ইন্দিরা গান্ধীকে কেন পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হত না?

TV9 Bangla

Credit - Getty Images

জগন্নাথদেবের দর্শন পাওয়া ভাগ্যের বিষয়। অনেক সময় ভাগ্যে থাকলেই সব হয় না। এক এক সময় পরিস্থিতিকেও সঙ্গ দিতে হয়। আসলে পুরীর জগন্নাথ মন্দিরে যে কেউ প্রবেশ করতে পারেন না।

এমন অনেক ব্যক্তি রয়েছেন, যাঁদের ফিরতে হয়েছে জগন্নাথ মন্দিরের দ্বার থেকে। এই তালিকায় দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও রয়েছেন।

অনেকেই এ কথা শুনে অবাক হতে পারেন। তবে এটাই সত্যি। জানেন কেন ইন্দিরা গান্ধীকে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হত না?

জগন্নাথদেবের দর্শন করার জন্য ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধী গিয়েছিলেন পুরীতে। সেই সময় তাঁকে ঢুকতে দেওয়া হয়নি পুরীর মন্দিরে।

তখন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে জানিয়ে দেওয়া হয়েছিল যে, তিনি এই মন্দিরে ঢুকতে পারবেন না।

কারণ হিসেবে যা উঠে আসে, তা হল - আসলে জওহরলাল নেহরুরা কাশ্মীরি ব্রাহ্মণ। যার ফলে জন্মগতভাবে ইন্দিরা ব্রাহ্মণ। কিন্তু তিনি বিয়ে করেছিলেন ফিরোজ গান্ধীকে।

যেহেতু বিয়ের পরে মেয়েদের গোত্র, বর্ণ এবং ধর্ম বদলে যাওয়ার সংস্কার রয়েছে, তাই ইন্দিরাও বিয়ের পরে হয়ে যান অহিন্দু।

উল্লেখ্য, প্রাথমিকভাবে পুরোহিতরা ভেবেছিলেন, ইন্দিরা বোধহয় কোনও হিন্দু গান্ধীকেই বিয়ে করেছেন। কিন্তু পরে জানা গিয়েছিল তা নয়। এরপর তাঁকে জানিয়ে দেওয়া হয়, মন্দিরে প্রবেশের অধিকার তাঁর নেই।