20th May, 2025

রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হত না?

TV9 Bangla

Pic Credit- Pinterest, Getty Images 

ভাগ্যে থাকলে দেখা মেলে জগন্নাথদেবের। তবে সব সময় ভাগ্যে থাকলেই হয় না, মাঝে মাঝে পরিস্থিতিও থাকতে হয়। পুরীর জগন্নাথ মন্দিরে অবশ্য সকলে প্রবেশ করতে পারেন না।

অনেককে ফিরতে হয় জগন্নাথ মন্দিরের দ্বারপ্রান্ত থেকে। এই তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুরও রয়েছেন। কেন তাঁকে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হত না জানেন?

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েও পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারেননি। কিন্তু কেন? অনেকেই এ তথ্য শুনে চমকে যেতে পারেন।

কবিগুরুর সঙ্গে ওড়িশার সম্পর্ক ছিল দীর্ঘদিনের। আর সেই রাজ্যেও জমিদারির অংশ ছিল দ্বারকানাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ সেই জমিজমা পরিদর্শনে বারবার পুরী যেতেন।

একাধিকবার রবীন্দ্রনাথ ঠাকুর পুরীতে গেলেও জগন্নাথদেবের মন্দিরে ঢুকতে পারেননি। কারণ, রবীন্দ্রনাথ ছিলেন ব্রাহ্ম। তিনি ছিলেন নিরাকারের উপাসক।

এ ছাড়াও ঠাকুর বংশের পিরালি ব্রাহ্মণত্বের বিতর্কও ছিল একটা বড় ফ্যাক্টর। এই সব একাধিক কারণেই পুরীর মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি তাঁকে।

পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের ক্ষেত্রে বিশেষ নিয়ম রয়েছে। কেবল হিন্দু ভারতীয়দেরই এই মন্দিরে প্রবেশের অনুমতি রয়েছে।

অহিন্দু ও বিদেশিদের পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের কোনও অনুমতি নেই। এই সকল ব্যক্তিদের গেটের বাইরে থেকেই মন্দির দেখে ফিরে যেতে হয়।