ব্রন হচ্ছে? শরীরের কোন স্থানে কেন ব্রন হয় জানেন!
insomnia 3

1 FEB 2025

ব্রন হচ্ছে? শরীরের কোন স্থানে কেন ব্রন হয় জানেন!

credit:Getty Images

image

TV9 Bangla

মুখে ব্রনর সমস্যায় ভোগেন অনেকেই। কারও গলায়, তো কারও আবার কপালে, কারও আবার গালে বেশি হয় ব্রন। কিন্তু কেন এমন হয় জানেন?

মুখে ব্রনর সমস্যায় ভোগেন অনেকেই। কারও গলায়, তো কারও আবার কপালে, কারও আবার গালে বেশি হয় ব্রন। কিন্তু কেন এমন হয় জানেন?

বিশেষজ্ঞরা কিন্তু বলছেন ব্রনর কোথায় হয় তা দেখেই বলে দেওয়া সম্ভব শরীরে কী সমস্যা আছে, বা কেন সেই ব্রন হয়েছে! আপনারও কী ব্রন আছে? জানেন কন হচ্ছে তা?

বিশেষজ্ঞরা কিন্তু বলছেন ব্রনর কোথায় হয় তা দেখেই বলে দেওয়া সম্ভব শরীরে কী সমস্যা আছে, বা কেন সেই ব্রন হয়েছে! আপনারও কী ব্রন আছে? জানেন কন হচ্ছে তা?

কপাল ও নাক - যদি আপনি মানসিক চাপের মধ্যে থাকেন, হজম ঠিক করে না হয়, পর্যাপ্ত ঘুম না হয়, নোংরা হাত মুখে দেন বা চুলে ড্যানড্রফ বেশি হয় তাহলে এই দুই জায়গায় বেশি ব্রন হয়।

কপাল ও নাক - যদি আপনি মানসিক চাপের মধ্যে থাকেন, হজম ঠিক করে না হয়, পর্যাপ্ত ঘুম না হয়, নোংরা হাত মুখে দেন বা চুলে ড্যানড্রফ বেশি হয় তাহলে এই দুই জায়গায় বেশি ব্রন হয়।

চোখের ভ্রু - হয়তো আপনি চুল বা মুখে এমন কোনও প্রসাধনী ব্যবহার করছেন যা আপনাকে স্যুট করছে না, বা লম্বা চুল থাকলে, জল খাওয়া কম হলে, গলব্লাডেরের সমস্যা থাকলে কিংবা অস্বাস্থ্যকর খাবার দাবার খেলে এই জায়গায় ব্রন হতে পারে।

গাল - যদি অতিরিক্ত মোবাইল ব্যবহার করেন, যে বালিশে ঘুমোন তা খুব নোংরা হলে বা মেক আপ ব্রাশ নোংরা হলে তার কারণে গালে ব্রন হতে পারে।

হেয়ারলাইন - অনেকের চুলের গোড়ার দিকে বা মাথার ত্বকে ব্রন বা অ্যাকনে হয়। ভুল হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করার জন্য কিন্তু এই সমস্যা হতে পারে।

কান - অনেকের কানে ব্রন হয়। মানসিক চাপ, অবসাদ, হরমোনের ভারসাম্যহীনতা, অ্যালার্জির সমস্যার কারণে কানে ব্রন হতে পারে।

চোয়াল ও থুতনি - নিয়মিত অস্বাস্থ্যকর খাবার দাবার খাওয়া এবং হরমোনের সমস্যা বা ভারসাম্যহীনতার কারণে চোয়াল বা থুতনিতে ব্রন হতে পারে।