31 MAY 2025

ত্বকের গ্লো ধরে রাখা যাবে না! শুধু সকালে উঠে বরফ দিয়ে করুন এই কাজ

credit:TV9

TV9 Bangla

সকালে ঘুম থেকে উঠে মুখে বরফের শেক দেওয়া একটি কার্যকরী ও প্রাকৃতিক স্কিন কেয়ার পদ্ধতি। এটি ত্বকের জন্য বেশ উপকারি। কেন এই অভ্যাস প্রতিদিনের রুটিনে অন্তর্ভুক্ত করা উচিত? কী মত বিশেষজ্ঞদের?

বরফের ঠাণ্ডা স্পর্শে মুখের রক্তনালীগুলো সঙ্কুচিত হয়, পরে তা আবার প্রসারিত হয়। এতে ত্বকে রক্তপ্রবাহ বাড়ে, যা ত্বককে উজ্জ্বল ও সতেজ দেখায়।

বরফের ঠাণ্ডা প্রভাব ত্বকের লালচে ভাব ও ফোলাভাব কমাতে সাহায্য করে। এটি ব্রণর জ্বালা ও প্রদাহ হ্রাস করে।

বরফের শেক দিলে ত্বকের রোমছিদ্রগুলো টাইট হয়ে যায়, ফলে ময়লা ও তেল জমে না, যা ব্রণ হওয়ার সম্ভাবনা কমায়।

ঘুম থেকে উঠে চোখের নিচে ফোলা ভাব বা 'পাফিনেস' দেখা দিলে বরফের শেক খুবই উপকারি। এটি দ্রুত চোখের নিচের ফোলাভাব কমায়।

বরফ ব্যবহারে ত্বকের টান টান ভাব বজায় থাকে, যা বয়সের ছাপ কমিয়ে দেয়।

বরফ মুখে লাগালে স্কিন স্মুথ হয়, ফলে মেকআপ সহজে বসে ও দীর্ঘস্থায়ী হয়।

সকালে বরফ ব্যবহারে ক্লান্তি দূর হয়, মুখে আসে প্রাণবন্ততা ও সতেজতা।