27 March, 2024

মেকআপের আগে প্রাইমার মাখা আবশ্যিক কেন? 

credit: istock

TV9 Bangla

মেকআপ করাও একটা আর্ট। সবাই নিখুঁত ভাবে করতে পারে না। আর মেকআপ করার আগে ত্বকের যত্ন নিতেই হয়। নাহলে সব শ্রম বৃথা।

মেকআপ শুরুর আগে ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং অপরিহার্য। এছাড়া প্রথমেই মুখে মেখে নিতে হয় মেকআপ প্রাইমার।

প্রাইমার ত্বকের রোমকূপের আয়তন কমিয়ে দেয় এবং মেকআপকে দীর্ঘস্থায়ী করে তোলে। তবেই এখানেই শেষ নয় প্রাইমারের অবদান।

আপনার জৌলুসহীন ত্বকে জেল্লা ফিরিয়ে আনে প্রাইমার। হালকা টেক্সচারের প্রাইমার ব্যবহার করলে ত্বকের দীপ্তি বাড়ে। মুখ উজ্জ্বল দেখায়।

প্রাইমার ত্বকের তেলতেলে ভাবকে নিয়ন্ত্রণ করে। ম্যাট-ফিনিশ লুক চাইলে অবশ্যই প্রাইমার ব্যবহার করুন। এটি সেবাম উৎপাদনকে নিয়ন্ত্রণ করে।

ময়েশ্চারাইজার মাখার পর মুখে প্রাইমার মাখুন। প্রাইমারও চামড়ার গভীরে গিয়ে ত্বকের আর্দ্রতা ধরে রাখে। এর জেরে মেকআপ সতেজ দেখায়।

অনেকেই আনইভেন স্কিন টোনের সমস্যায় ভোগেন। প্রাইমারের নিজস্ব হালকা রং থাকে, যা ত্বকের রংকে সমান করে তোলে। 

প্রাইমার ত্বকের সমস্ত খুঁতকে ঢেকে ফেলে। প্রাইমারের পর ফাউন্ডেশন ও পাউডার লাগিয়ে নিলেই মসৃণ ত্বক পাওয়া যায়।