এবার এটিএমের মতোই ১০ মিনিটে বাড়িতে নগদ পৌঁছে দেবে Blinkit?
credit: Meta AI
TV9 Bangla
কুইক কমার্স সাইট Blinkit, সম্প্রতি গ্রাহকদের কথা ভেবে ১০ মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে। গুরুগ্রামে পাঁচটি অ্যাম্বুলেন্স নিয়ে এই পরিষেবা চালু করেছে সংস্থা।
তারই মধ্যে এবার এটিএম পরিষেবা চালু করার অনুরোধ পেল Blinkit। এক স্টার্ট কোম্পানির সিইও হর্ষ পাঞ্জাবি অনুরোধ করেছেন এটিএএমের মতো পরিষেবা চালু করার জন্য।
হর্ষ Blinkit-এর সিইও আলবিন্দরের এক্স অ্যাকাউন্টে জানিয়েছেন। তিনি লিখেছেন, "দয়া করে এটিএমের মতো একটি পরিষেবা শুরু করুন।"
তিনি আরও লেখেন Blinkit কে গ্রাহক ইউপিআই-এর মধ্যে টাকা পেমেন্ট করে দেবেন। তার ১০ মিনিটের মধ্যে বাড়িতে বসেই নগদ টাকা পেয়ে যাবেন গ্রাহক।
ওই নিজে পোস্টে কমেন্ট করে হর্ষ লেখেন, "আমি কোথাও ঘুরতে যাচ্ছি, আমার কাছে নগদ নেই। আমার বাড়িতে মাত্র ১০০টাকা পড়ে আছে। আমার এটিএমের যাওয়ার ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে যেতে হয়।"
পোস্টটি নানা ধরনের মন্তব্য করেছেন নেটাগরিকরা। একজন মজা করে লিখেছেন, "এবার এর উপরে ১৮ শতাংশ জিএসটি আরোপ করা হবে।"
অন্য আরেকজন সমাজ মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, "Blinkit ভারতীয়দের অলস করে তুলবে এবার।"
গ্রাহকদের কথা ভেবে ২ জানুয়ারি থেকেই ১০ মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে। অক্সিজেন সিলিন্ডার, মনিটর স্ট্রেচার, সাকশন মেশিন, জরুরী ওষুধ সহ আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে এই সব অত্যাধুনিক অ্যাম্বুলেন্সে।