বেডরুম থেকে এই জিনিস সরালেই থামবে স্বামী-স্ত্রীর চূড়ান্ত ঝগড়া
Credit - Getty Images
TV9 Bangla
স্বামী-স্ত্রীর সম্পর্ক মধুর এবং বন্ধুত্বপূর্ণ হয়। সেখানে যখন হঠাৎ ঝগড়া শুরু হয়, সেই সময় অশান্তির পরিবেশ তৈরি হয়।
অনেক সময় ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়। যার ফলে সম্পর্কে ফাটল ধরে। বাস্তু শাস্ত্র অনুসারে স্বামী-স্ত্রী ঝগড়া এড়াতে বেশ কিছু বিষয়ে নজর রাখতে পারেন।
বাস্তু শাস্ত্র বলছে, বেডরুমে বেশ কিছু জিনিস আর না রাখলে হবে না স্বামী-স্ত্রীর মধ্যে কোনও ঝগড়া। জানেন বেডরুম থেকে কোন কোন জিনিস সরিয়ে দেওয়া দরকার?
বাস্তু শাস্ত্র অনুসারে ভাঙা ঘড়ি, ভাঙা আয়না, ভাঙা পাত্র নেতিবাচক শক্তির প্রতীক। ফলে বেডরুমে এগুলো রাখলে নেতিবাচকতা বাড়ে। সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।
বেডরুমে কখনও কাঁটাযুক্ত গাছ রাখা উচিত নয়। যেমন ক্যাকটাস, গোলাপ এই ধরনের কাঁটাজাতীয় গাছ শোবার ঘরে রাখবেন না। এই গাছগুলি নেতিবাচক শক্তি ছড়ায় ও স্বামী-স্ত্রীর ঝগড়ার কারণ হতে পারে।
বেডরুমে রাগ, দুঃখের ছবি, মৃত ব্যক্তির ছবি, যুদ্ধের ছবি রাখা উচিত নয়। এগুলো নেতিবাচক শক্তি তৈরি করে। স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা কমতে থাকে।
বেডরুমে অপ্রয়োজনীয় জিনিসপত্র যেমন - পুরনো কাপড়, খেলনা রাখবেন না। বেডরুমে উজ্জ্বল রং ব্যবহার করবেন না। হালকা রংই শ্রেয়।
বেডরুমে কোনও ধর্মীর বই রাখা ঠিক নয়। পুজোর জায়গায় ধর্মীয় বই রাখতে হবে। বেডরুমে ধর্মীয় বই রাখলে ঈশ্বরের অবমাননা হয়। জীবনে সমস্যা হয়।