বিয়ে করলে এই সব মহিলাদের করুন, সুখ-সমৃদ্ধিতে ভরে যাবে জীবন
insomnia 3

30 JAN 2025

বিয়ে করলে এই সব মহিলাদের করুন, সুখ-সমৃদ্ধিতে ভরে যাবে জীবন

credit:Meta AI

image

TV9 Bangla

নারী হোক বা পুরুষ প্রত্যেকের শরীরে এমন কিছু চিহ্ন, আঁচিল, বা তিল থাকে যা বুঝিয়ে দেয় সেই ব্যক্তির সম্পর্কে অনেক কথা। এমনকি বহন করে তাঁদের ভাগ্যবান হওয়ার লক্ষণ।

নারী হোক বা পুরুষ প্রত্যেকের শরীরে এমন কিছু চিহ্ন, আঁচিল, বা তিল থাকে যা বুঝিয়ে দেয় সেই ব্যক্তির সম্পর্কে অনেক কথা। এমনকি বহন করে তাঁদের ভাগ্যবান হওয়ার লক্ষণ।

মহিলাদের শরীরে কিছু স্থানে বিশেষ চিহ্ন থাকলে তাকে শুভ বলে মনে করা হয়। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই সব মহিলাদের বিয়ে করলে পুরুষের ভাগ্য খুলে যায়।

মহিলাদের শরীরে কিছু স্থানে বিশেষ চিহ্ন থাকলে তাকে শুভ বলে মনে করা হয়। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই সব মহিলাদের বিয়ে করলে পুরুষের ভাগ্য খুলে যায়।

কোনও মহিলার নাভির নীচে বা কাছাকাছি তিল বা আঁচিল থাকলে তা ভাল বলে মনে করা হয়। এটি পরিবারের জন্য অত্যন্ত শুভ। যা সুখ ও সমৃদ্ধি বয়ে আনার চিহ্ন।

কোনও মহিলার নাভির নীচে বা কাছাকাছি তিল বা আঁচিল থাকলে তা ভাল বলে মনে করা হয়। এটি পরিবারের জন্য অত্যন্ত শুভ। যা সুখ ও সমৃদ্ধি বয়ে আনার চিহ্ন।

কোনও মহিলার পায়ের তলায় যদি ত্রিভূজ চিহ্ন দেখতে পান, তাহলে মনে করা হয় সে অত্যন্ত বুদ্ধিমতি। এঁরা খুব পরোপকারী বলেও মনে করা হয়।

যদি কোনও মহিলার নাকের চারপাশে তিল বা আঁচিল থাকে তাহলে তা সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। এঁরা বিয়ের পর জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনার লক্ষণ।

হরিণের মতো সুন্দর চোখের মহিলারা খুব ভাগ্যবতী বলে মনে করা হয়। এঁরা মায়া-মমতার প্রতীক হন। জীবনে ভালবাসা ও সুখ বয়ে আনে এঁরা।

জ্যোতিষ মতে যে সব মহিলার পায়ের তলায় শাঁখ, পদ্ম বা চক্রের আকার থাকে তাঁরা খুবই ভাগ্যবতী বলে মনে করা হয়।

এঁদের বিয়ে করলে স্বামীর সঙ্গে সম্পর্ক বেশ ভাল হয়। প্রেম সর্বদা বজায় থাকে। এঁদের সঙ্গে বিয়ে হলে জীবনে আর্থিক উন্নতির সুযোগ থাকে।