একলা মহিলা সফরে যাচ্ছেন? সুরক্ষার স্বার্থে সঙ্গে থাকুক এই টিপস
credit: google
TV9 Bangla
আজকাল একলা সফরে যেতে পছন্দ করেন অনেকেই। সেই তালিকায় কম যান না মেয়েরাও। তবে একলা সফরে গেলে বেশি করে সচেতন হওয়া প্রয়োজন।
\সঙ্গে মোবাইলে রাখুন এমন কিছু অ্যাপ যা বিপদে পড়লে সঙ্গ দেবে আপনাকে। কোন কোন অ্যাপ রাখবেন, দেখে নিন এক নজরে।
'বি সেফ নেভার ওয়াক অ্যালোন' অ্যাপে রয়েছে অ্যালার্মের ব্যবস্থা। কোনও বিপদে পড়লে সেই অ্যাপে ক্লিক করুন। তা হলে আপনার লোকশন আপৎকালীন নম্বরে পৌঁছে যাবে।
'১১২ ইন্ডিয়া'। এই অ্যাপে আছে 'এসওএস' বা আপৎকালীন বোতাম। ওই অপশনে ক্লিক করলেই আপনি যে বিপদে আছেন সেই খবর তা পৌঁছে যাবে। আপানার সুরক্ষার জন্য সাহায্য পৌঁছে যাবে।
রাজধানীতে ঘোরাফেরা করলে সঙ্গে রাখুন দিল্লি পুলিশের 'হিম্মত প্লাস' অ্যাপ। আতে থাকা 'এসওএস' বোতামে ক্লিক করলেও আপনার বিপদে থাকার খবর পৌঁছে যাবে দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে। তারপর কাছের থানা থেকে আপনার সাহায্যার্থে লোক পাঠানো হবে।
এই তিন অ্যাপের মধ্যে দুটি অ্যাপ কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত। একটি অ্যাপ দিল্লি পুলিশ দ্বারা পরিচালিত। তাই অন্য কোনও ক্ষতির আশঙ্কা না করেই এই তিন অ্যাপ আপনারা ব্যবহার করতে পারেন।
তবে শুধু ফোনে অ্যাপ রাখলেই কিন্তু হল না। যে জায়গায় ঘুরতে যাচ্ছেন সেই জায়গা সমন্ধে ভাল করে খোঁজখবর নিয়ে নিন। পারলে সেখানকার ভাষাও অল্প বিস্তর জেনে রাখুন।
জরুরি নথি যা নেবেন তার ফটোকপিও রেখে দিন। কারও সঙ্গে হুট করে আলাপ হলেই তাঁকে নিজের সব তথ্য় জানিয়ে দেবেন না। সচেতন থাকুন।