29th May, 2025

মেকআপ কিট হতে পারে ত্বকের জন্য 'বিপজ্জনক', যদি না সরান এই ৪ জিনিস

TV9 Bangla

Credit -  Freepik

অধিকাংশ নারীই মেকআপ করতে পছন্দ করেন। কেউ মেকআপ করলে একদিকে যেমন সৌন্দর্য বাড়ে, তেমনই আত্মবিশ্বাসও বাড়ে।

মেকআপ কিট অনেক নারীর কাছে ভীষণ পছন্দের। তবে সেখান থেকে কিছু পুরনো জিনিস মাঝে মাঝে বাদ দিতে হয়। না হলে ত্বকের সমস্যা হয়।

মেকআপ লাগানো অনেকের পছন্দের। তা সঠিক সময়ে পরিষ্কার করাও দরকার। পাশাপাশি মেকআপ কিট আপডেট রাখতে হবে। অর্থাৎ পুরনো বা মেয়াদোত্তীর্ণ জিনিস ব্যবহার করা ঠিক নয়।

নিম্নে এক ঝলকে দেখে নিন কোনও ব্যক্তির ত্বকের যত্নের জন্য মেকআপ কিট থেকে কোন কোন জিনিস সরিয়ে ফেলতে হবে।

মাস্কারা যে কারও চোখকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে। কিন্তু মাস্কারার মেয়াদ খুবই কম। সাধারণত ৩-৬ মাসের মধ্যে তা বদলানো উচিত।

যে কেউ স্কিন টোন সমান করতে ফাউন্ডেশন ব্যবহার করেন। কিন্তু ফাউন্ডেশন বেশি পুরনো হলে রঙ বদলে যেতে পারে। মেয়াদোত্তীর্ণ ফাউন্ডেশনে ব্যাকটিরিয়া তৈরি হতে পারে, যা ত্বকের সমস্যা সৃষ্টি করে।

অনেক মহিলা লিপস্টিকের এক নির্দিষ্ট শেড বহুদিন ব্যবহার করেন। লিপস্টিকের মেয়াদ খুব বেশি হয় না। ফলে এক লিপস্টিক বেশি দিন ব্যবহার করলে তাতে ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মাতে পারে। ঠোঁটে অ্যালার্জিও হতে পারে।

নিয়মিত মেকআপ ব্রাশ ও স্পঞ্জ পরিষ্কার করতে হবে। ব্রাশ বা স্পঞ্জ পুরনো হলে বা এর মান খারাপ হলে তা বদলে ফেলা প্রয়োজন।