23 June 2024
বয়সের আগেই মুখে বলিরেখা? রান্নাঘরেই রয়েছে প্রতিকার
credit: istock
TV9 Bangla
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখে বলিরেখা হওয়াটা সাধারণ ব্যাপার। কিন্তু অনেক সময় নির্দিষ্ট বয়সের আগেই এই সমস্যা দেখা দেয়।
মুখে বলিরেখা হওয়া বা ত্বক কুঁচকে যাওয়ার নানা কারণ থাকতে পারে। ত্বকের সমস্যা থেকে অস্বাস্থ্যকর জীবনযাত্রা এর কারণ হতে পারে।
বলিরেখা কমাতে বা ত্বক টানটান করতে অনেকে নামী-দামি ক্রিম ব্যবহার করে। কিন্তু, তারপরেও বিশেষ কোনও সুরাহা অনেক সময় দেখা যায় না।
অনেকেই জানেন না যে, ঘরোয়া উপাদান দিয়েই মুখের বলিরেখা বা ব্রণ কমানো সম্ভব। রান্নাঘরে ব্যবহৃত জিনিস দিয়েই ত্বক টানটান রাখতে পারেন।
দাগছোপ তোলা থেকে ত্বকের উজ্জ্বলতা ফেরাতে হলুদের জুড়ি নেই। হলুদ পেস্টের সঙ্গে মধু মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখে লাগান। এটা বলিরেখা কমাতেও সাহায্য করে।
ত্বক সতেজ রাখতে শসা খুব কার্যকরী। শসার রস টোনার হিসাবেও ব্যবহার করতে পারেন। এটা বলিরেখা কমাতে সাহায্য করে।
ভিটামিন-সি, ই সমৃদ্ধ অ্যালোভেরা জেল। এটা মুখে আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি বলিরেখা কমাতেও সাহায্য করে। এটা প্রতিদিন মুখে লাগালে উপকার পাবেন।
বলিরেখা কমাতে তাজা অ্যালোভেরার রসের সঙ্গে গ্লিসারিন বা ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে মুখে লাগাতে পারেন। তবে এগুলি মুখে দেওয়ার আগে প্যাচ-টেস্ট করে নিন।
আরও পড়ুন