গায়ে শ্বেতী থাকলে চাকরি পাবেন না সেনাবাহিনীতে! কেন জানেন?
credit: Meta AI
TV9 Bangla
দেশ সেবা করতে সেনাবাহিনীতে যোগ দেওয়া অনেক ভারতীয়র স্বপ্ন। ইচ্ছা এবং যোগ্যতা থাকলেও অনেক সময় কিছু কারণে সেনাবাহিনীতে নেওয়া যায়না তাঁদের।
তেমনই একটি কারণ হল শ্বেতী। ভারতে এই রোগে অনেকেই আক্রান্ত। এই রোগ হলে সারা গায়ে সাদা-কালো ছোপ মতো হয়ে যায়। ভারতীয় সেনাবাহিনীর নিয়ম অনুসারে শ্বেতী থাকলে তাকে নেওয়া হয় না।
শ্বেতী বা ইংরেজি নাম ভিটিলিগো কোনও সংক্রমক রোগ নয়। এর জন্য কোনও শারীরিক দুর্বলতাও থাকে না, তবু কেন শ্বেতী থাকলে সেই ব্যাক্তি ভারতীয় সেনাবাহিনীতে জায়গা পান না।
আসলে ভারতীয় সেনাবাহিনীকে অনেক গোপন মিশন করতে হয়। তাই সেনাবাহিনী সৈন্যদের পরিচয় গোপন রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়।
কিন্তু শ্বেতী থাকলে তাঁকে সনাক্ত করা অনেক সহজ হয়ে যায়। মূলত সেই কারণেই ভারতীয় সেনাবাহিনীতে শ্বেতীতে আক্রান্ত রোগীকে অন্তর্ভুক্ত করা হয়না।
এই রোগ লিউকোডার্মা নামেও পরিচিত। এই রোগে আক্রান্ত ব্যাক্তিদের শরীরের সুস্থ কোষ অনেক সময় ক্ষতিগ্রস্থ হয়।
এই রোগে আক্রান্ত ব্যাক্তির শরীরে অ্যান্টি বডি তৈরি হয়, যা মেলানোসাইটকে ধ্বংস করতে শুরু করে। ফলে সাদা দাগের সমস্যা শুরু হয়।
বিশেষজ্ঞদের মতে শ্বেতী কোনও জিনগত বা বংশগত রোগ নয়। আবার খাবার দাবারের সঙ্গেও এর কোনও যোগাযোগ নেই।