সপ্তমীর জন্য কোনও উজ্জ্বল রঙে আউট ফিট বেছে নিন।

আজকের দিনে গাঢ় মেকআপ এড়িয়ে চলুন।

চোখের সাজে বেশি মন দিন।

নীল, সবুজের মতো উজ্জ্বল রঙের আইলাইনার বেছে নিন।

চিকবোনে অবশ্যই হাইলাইটার ব্যবহার করবেন।

মেকআপে সতেজতা আনতে কোনও হালকা রঙের লিপস্টিক বেছে নিন।

হেয়ার স্টাইল সঙ্গে সম্পূর্ণ করুন সপ্তমীর সাজ।