জাপানের এই লেবুর দাম শুনলে চমকে উঠবেন। ভারতীয় টাকায় দাম ৩২লক্ষ৮৫হাজার ৯১৫টাকা।
স্ট্রবেরি এমনিতেই দামি ফল। তবে এই স্ট্রবেরির এক প্যাকেটের দাম ৬হাজার ৪২৭ টাকা
কিউব তরমুজ দেখতে যেমন অন্য়রকম। দামও তেমন। জাপানের এই তরমুজের দাম ৬০ হাজার টাকা।
আম প্রেমীরা এই আমের দাম শুনলে চমকে যাবেন। জাপানী ফার্মের এই আমের দাম ২লক্ষ ১৯ হাজার ৬১টাকা।
এই আঙুর দেখতে যেমন সুন্দর, দামও তেমন। ২লক্ষ ৯২ হাজার ১০১ টাকা।