শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো পালিত হয়। এই তিথিকে বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী বলা হয়।

হিন্দু ক্যালেন্ডার অনুসারে,২০২৩ সালের ২৬ জানুয়ারি সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে। আবার সেদিনই প্রজাতন্ত্র দিবসও পালিত হবে।

বেশিদিন আর সময় নেই। দোকান থেকে সরস্বতী মূর্তি কেনার আগে কোন বিগ্রহ কিনবেন, তা জেনে রাখা জরুরি।

পদ্ম ফুলের উপর দেবী সরস্বতী বসে থাকতে দেখা যায় অনেক মূর্তিকে। সেই মূর্তিই আনুন বাড়িতে।

পূর্ণ প্রস্ফুটিত পদ্মফুল হল সফল ও সমৃদ্ধ জীবনের প্রতীক। তাই এর অর্ত হল বিকশিত হওয়া।

ফুলের বিকাশের সঙ্গে সঙ্গে ভক্তদের জীবনের নানা দিক বিকাশকে তুলনা করা হয়।

অনেকসময় রাজহংসের উপরেও সরস্বতী বসে থাকেন। কিন্তু কোন মূর্তি সঠিক ও শুভ তা জেনে রাখা প্রয়োজন।