মাছের মাথা দিয়ে মুগের ডাল বাঙালির বাড়িতে অনেক দিন ধরেই জনপ্রিয়

বাড়িতে কোনও অনুষ্ঠান মানেই এই ডাল হবে, দেখে নিন কী ভাবে বানাবেন

মুগ ডাল খুব ভাল করে ভেজে নিয়ে ইষদুষ্ণ জলে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট

মাথা ভাল করে ধুয়ে নুন-হলুদ-লেবু মাখিয়ে রেখে দিন ১০ মিনিট

কড়াইতে তেল দিয়ে মাছের মাথা খুব ভাল করে ভেজে নিতে হবে অন্যদিকে প্রেশার কপকারে তেল দিয়ে গোটা গরম মশলা আর জিরে দিন

এর মধ্যে টমেটো কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে কষতে থাকুন এবার এর মধ্যে ডাল, নুন, হলুদ আর পরিমাণ মত জল দিয়ে একটা সিটি দিন

এবার মাছের মাথা ভেঙে দিন বেশি নাড়াচাড়ান নয়, এরপর অন্য কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, একটা এলাচ, দারুচিনি, আদা দিয়ে নেড়েচেড়ে ডালের উপর দিয়ে দিন।