৫৬ বছর বয়স মাধুরী দীক্ষিতের। যে কোনও পোশাকেই তিনি সুন্দরী।

শাড়িতে তিনি শুধু গ্ল্যামারাসই নন, এলিগেন্টও।

যে কোনও ধরনের শাড়িতেই তিনি মুগ্ধ করেন ভক্তকুলকে। সঙ্গে তাঁর এই ভুবনভোলানো হাসি উপরি পাওনা।

ট্র্যাডিশনাল মারাঠী স্টাইলে ঘরোয়া শাড়ির সাজে।

লাল সাধারণ জর্জেট শাড়িতে তিনি অসামান্য সুন্দরী।