মধ্য প্রদেশ: লাঠিতে ভর করে ভোটকেন্দ্রে হাজির ১১৬ বছরের বৃদ্ধ
17 November 2023
মধ্য প্রদেশে শুক্রবার হল বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন কমিশন জানিয়েছে, বিকাল ৫টা অবধি সে রাজ্যে ভোট পড়েছে ৭০ শতাংশের বেশি।
মধ্য প্রদেশে ২৩০টি বিধানসভা আসনের জন্য ভোটগ্রহণ চলেছে। সে রাজ্যে ভোটারের সংখ্যা ছিল ৫ কোটি ৫৯ লক্ষ। তাঁদের হাতেই ঠিক হবে ২,৫৩৩ জন প্রার্থীর ভাগ্য।
এই নির্বাচনে ভোট দিয়েছেন ৯৫ বছরের এক বৃদ্ধ। ওই বৃদ্ধের নাম রাম মূর্তি গোয়েল। শুক্রবার নিজের পোলিং স্টেশনে গিয়ে ভোট দিয়েছেন তিনি।
ভোট গিয়ে রাম মূর্তি বলেছেন, “আমি চাই ভারতের সব নাগরিক ভোট দিক। খুব ভালো আয়োজন করেছিল নির্বাচন কমিশন। ভোট গিয়ে আমি খুশি।”
১১৬ বছর বয়সী এক বৃদ্ধও শুক্রবার ভোট দিয়েছেন মধ্য প্রদেশে। তিনি সে রাজ্যের সবথেকে প্রবীণ ভোটার বলে জানা গিয়েছে।
১১৬ বছরের ওই বৃদ্ধের নাম নানা ভিল। গাওয়ারি গ্রামের বাসিন্দা তিনি। লাঠিতে ভর করে পানসেমাল বিধানসভা কেন্দ্রের ২২৫ নম্বর বুথে ভোট দিয়েছেন।
বয়স্ক নাগরিক এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য ঘরে বসেই ভোট দেওয়ার ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন। সেই সুযোগ না নিয়ে পোলিং স্টেশনে এসে ভোট দিয়েছেন এরা।
প্রবীণদের পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যেও ভোটদানে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। প্রথমবার ভোট দিয়ে অনেক কিশোর-কিশোরীকে উচ্ছ্বসিত দেখিয়েছে।