এই ফুল দিয়ে পুজো করলেই সন্তুষ্ট হবেন মহাদেব

হিন্দু শাস্ত্র অনুসারে, মহাশিবরাত্রি উত্‍সব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। এবার মহাশিবরাত্রি পালিত হবে ১৮ ফেব্রুয়ারি।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মহাশিবরাত্রিতে শিবের জলাভিষেক করা হয়। এদিন ভক্তি ভরে উপাসনা করলে ভগবান শিব দুঃখ ও কষ্ট দূর করেন।

সকালে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান শিবের আরাধনা করুন, উপবাস রাখার ব্রত রাখুন। মনস্কামনা অবশ্যই পূরণ হবে।

পূজার সময় সবুজ বা সাদা রঙের পোশাক পরলে, তা শুভ বলে মনে করা হয়।

চন্দন, গঙ্গাজল, ধাতুরা, বেলপাত্র এবং দই এর পাশাপাশি লাল রঙের ফুল নিবেদন করলে শুভ ফল পাওয়া যায়

এই দিনে ভগবান শিব ও শিবলিঙ্গের পূজা ও অভিষেক করলে ঘরে সুখ-সমৃদ্ধি আসে