মকর সংক্রান্তি উপলক্ষ্যে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা তামিলনাড়ু মতো রাজ্যগুলিতে চার দিন ধরে চলে উৎসব।

গরুর পুজো,বন্ধুবান্ধব ও পরিবারকে সম্মান জানানোর জন্য এদিন বিশেষভাবে পালন করা হয়।

মকর সংক্রান্তি উপলক্ষ্যে রাজস্থানের প্রায় প্রতিটি জায়গায় ঘুড়ি উত্সবের আয়োজন করা হয়।

উত্তরাখণ্ডে মকর সংক্রান্তির অন্যতম প্রধান আকর্ষণ হল উত্তরায়ণী মেলা।

আগুন জ্বালিয়ে শুরু এদিনের উত্‍সব। সঙ্গে থাকে বিভিন্ন সুস্বাদু খাবার। আগুনের চারপাশে দলবদ্ধ হয়ে ঘোরা, নাচ-গান করেন অসম ও পঞ্জাবের বাসিন্দারা।

পঞ্জাবের বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলের বিরাট মেলা হয়। ভোরবেলা নদীতে ডুব দিয়ে গুরুদ্বারগুলিতে প্রার্থনার জন্য যান।

সংক্রান্তির ভোজ হল এ দিনে মহিলারা তৈরি করেন। বিশেষ খাবারের মধ্যে মিষ্টি ও সুস্বাদু খাবার তৈরি করা হয়।

ভাংড়া, খাওয়া দাওয়ার মাধ্যমে মকর সংক্রান্তিতে বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে পালিত হয়।

এই উৎসবের সময় ঘুড়ি ওড়ানো হয় গুজরাতে। উত্তরায়ণে একটি আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।