লেবুর খোসাকে রোদে শুকিয়ে নিন। তারপর মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিন।
এই লেবুর খোসার গুঁড়োর সঙ্গে নারকেল তেল ও এসেনশিয়াল অয়েল মিশিয়ে মাখতে পারেন।
এছাড়া লেবুর খোসার পেস্ট বানিয়ে নিন। এরপর ১-২ কাপ চিনি মিশিয়ে দিন।
এই বডি স্ক্রাবে অলিভ অয়েল মিশিয়ে ত্বকের উপর লাগান।
লেবুর খোসার তৈরি বডি স্ক্রাব আপনার ত্বকের উপরিতল থেকে মরা চামড়া দূর করে দেবে।
পাশাপাশি ত্বকের উপর থাকা যাবতীয় দাগছোপ দূর করে দেবে এই দুই বডি স্ক্রাব।
স্নানের সময় প্রতিদিন ব্যবহার করতে পারেন লেবুর খোসা দিয়ে তৈরি এই দুই বডি স্ক্রাব।